ফ্রিল্যান্সিং শুরু Digital Marketing দিয়ে
পড়াশুনার পাশাপাশি আয় করাটা গর্ব করার মত বিষয়, তাই না?
যেহেতু সকল ইন্ডাষ্ট্রি ডিজিটালি এক্সপান্ড করছে তাই “Digital Marketer" দের চাহিদাও আকাশচুম্বি।
একটা বিষয় লক্ষ্য রাখতে হবে মার্কেটিং সেক্টরটা বিশাল, যেমন ধরেন আমি কয়েকটা টপিক এর নাম লিখবো সবগুলোই ডিজিটাল মার্কেটিং এর মধ্যেই পড়ে। যেমন:
সোশ্যাল মিডিয়া মার্কেটিং
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন
লিডজেনারেশন
ইমেইল মার্কেটিং
অ্যাফিলিয়েট মার্কেটিং
কনটেন্ট মার্কেটিং
সিপিএ মার্কেটিং
ব্লগ পোস্ট
আর্টিকেল রাইটিং
গুগল অ্যাডস এর কাজ ইত্যাদি
এখন উপরের সবগুলোর আবার অনেক ভাগ আছে যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং ই ধরা যাকা। এটা মধ্যে আছে:
Meta মানে (Facebook, Messenger, Insta, Whatsapp)
Twitter
Printerest
Quera
Redit
Youtube
Snapchat
Tiktok ইত্যাদি
এখন আপনি যদি শুধু Meta নিয়েও কাজ করেন আর দক্ষ হন তাহলে কিন্তু আপনার কাজের অভাব থাকবে না। আবার অনেক টপ ফ্রিল্যান্সার আছে যারা শুধু লিড জেনারেশন দিয়েই মাসে লাখ লাখ টাকা আয় করছে।
তো আসল বিষয়টা হচ্ছে আপনি কোন বিষয়ে দক্ষতা অর্জন করছেন। এটা না যে আপনি অনেকগুলো কাজ এক সাথে শিখে কোন কুল কিনারা পাচ্ছেন না।
বেটার প্রথমে একটা স্কিল শেখেন তারপর আস্তে আস্তে যেটা আপনার ভালো লাগবে সেটাতে নিজেকে আপডেট করে নিবেন।
এখন কোথায় শিখবেন এটা একটা বড় প্রশ্ন। সবার আগে ফ্রি রিসোর্স গুলোতে ঘাটাঘাটি করেন তারপর কোন টপিকসটা নিয়ে এগুতে চাচ্ছেন সেটা সিলেক্ট করেন। এরপর ঐ রিলেটেড যে সকল প্রশিক্ষণ সেন্টার আছে সেখানে খোঁজ নিয়ে শুরু করেদিন আপনার যাত্রা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন