শিক্ষিত কর্মপ্রত্যাশি যুবদের কর্মসংস্থান সৃষ্টি
প্রশ্ন ও উত্তর
পুর্ণমান : ১০০ সময়: ১ ঘন্টা
পরীক্ষার তারিখ: ৭ জুলাই ২০২৩
অধ্যায় : ১
১। তথ্য প্রযুক্তি বলতে সাধারণত কোনটি বুঝায়?
ক) পৃথিবীকে একটি গ্রাম হিসেবে বিবেচনা করা
খ) শব্দকে ডিজিটাল ফরমেটে ইলেকট্রনিক ডেটায় রূপান্তর
গ) ডেটা প্রসেসিং এর মাধ্যমে কাজের ফলাফল দেয়া
👉ঘ) তথ্য সংরক্ষণ ও ব্যবহার করার প্রযুক্তি
২। তথ্য ও যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন ঘটিয়েছে কোনটি?
ক) আধুনিক ডিজিটাল ইলেকট্রনিক্স প্রযুক্তি
খ) লোকাল এরিয়া নেটওয়ার্কের ব্যবহার
গ) ইন্টার-অ্যাকটিভ টেলিযোগাযোগ প্রযুক্তির ব্যবহার
👉ঘ) ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল ব্যবহার
৩। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে –
ক) বই পড়া যায়
খ) ব্যাংকের লেনদেন করা যায়
গ) গেইম খেলা যায়
👉ঘ) উপরের সবগুলোই
৪। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অন্তর্গত বিষয়-
ক) তথ্যসমূহ সংরক্ষণ
খ) তথ্যসমূহ প্রক্রিয়াজাতকরণ
গ) তথ্যসমূহ ইনপুট দেওয়া
👉ঘ) উপরের সবগুলোই
৫। বিশ্বগ্রাম কী?
👉ক) তথ্য প্রযুক্তি নির্ভর বিশ্ব
খ) বিশ্বের গ্রামাঞ্চল
গ) একটি গ্রাম
ঘ) প্রযুক্তিহীন বিশ্ব
৬। নিচের কোনটি বিশ্বগ্রামের মূল উপাদান?
👉ক) ইন্টারনেট
খ) জেট বিমান
গ) সুপার কম্পিউটার
ঘ) আন্তর্জাতিক হাইওয়ে
৭। মার্শাল ম্যাকলুহান ছিলেন-
ক) কৃষিবিদ 👉খ) দার্শনিক
গ) রসায়নবিদ ঘ) প্রযুক্তিবিদ
৮। কোনটি বিশ্বগ্রাম প্রতিষ্ঠার চিন্তাধারাকে উদ্বুদ্ধ করে?
ক) ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা ব্যবস্থার উন্নতি
খ) ইন্টারনেটের মাধ্যমে শিল্প ব্যবস্থার উন্নতি
গ) ইন্টারনেটের চিকিৎসা ব্যবস্থার উন্নতি
👉ঘ) ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার উন্নতি
০৯। ভিডিও কনফারেন্সিংয়ের জন্য কোনটি প্রয়োজনীয় নয়?
ক) ওয়েবক্যাম
খ) ভিডিও ক্যাপচার কার্ড
গ) মাইক্রোফোন
👉ঘ) কার্ড রিডার
১০। কোনটি আবিষ্কারের ফলে বিশ্বব্যাপী যোগাযোগ সহজ হয়েছে?
ক) কম্পিউটার খ) টেলিফোন
👉গ) কৃত্রিম উপগ্রহ ঘ) টেলিগ্রাফ
১১। নিচের কোনটি গ্লোবাল আউটসোর্সিং মার্কেট প্লেস?
👉ক) আপওয়ার্ক খ) যমুনা
গ) ওয়ার্কার ঘ) ই-ওয়ার্ক
১২। আউটসোর্সিং বলতে কী বুঝায়?
👉ক) অন্য দেশের কর্মী দ্বারা অনলাইনে কাজ করানো
খ) বহির্গমন
গ) চাকরী খোঁজার কেন্দ্র
ঘ) অন্য দেশে গবেষণার সুযোগ
১৩। গ্লোবাল আউটসোর্সিং মার্কেটপ্লেস-
ক) ফ্রিল্যান্সার ডট কম খ) আপওয়ার্ক গ) ফাইবার 👉ঘ) সবগুলোই
১৪। ইন্টারনেটের সাহায্যে করা যায় –
ক) পাঠ্য বিষয়ে সহায়তা
খ) ভর্তি কার্যক্রম সম্পন্ন
গ) অনলাইনে ক্লাস
👉ঘ) সবগুলোই
১৫। দূরশিখন শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ছাত্রছাত্রীরা-
ক) বাড়ির কাজ ইন্টারনেটের সহায়তায় জমা দিতে পারবে
খ) বিভিন্ন রকম অনলাইন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে
গ) শিক্ষকের লেকচার নোটগুলো ওয়েবসাইটে দেখতে পারবে
👉ঘ) সবগুলোই
১৬। রোগী দূরের ডাক্তারের কাছ থেকে সেবা পেতে পারে কোনটির মাধ্যমে?
ক) ভিডিও কনফারেন্স
খ) অনলাইন চ্যাটিং
👉গ) টেলিমেডিসিন
ঘ) ভয়েস কল
১৭। বর্তমান ব্যবসা-বাণিজ্যের চাবিকাঠি হল –
👉ক) ই-কমার্স
খ) ই-মেইল
গ) ইনল্যান্ড কমার্স
ঘ) ইন্টারনাল কমার্স
১৮। ২৪ ঘণ্টা ব্যাংকিং সুবিধা পাওয়া যায় কোন প্রযুক্তির মাধ্যমে?
ক) MICR খ) Fast-Track
গ) Fast-Cash 👉ঘ) ATM
১৯। প্রশাসনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারকে কী বলা হয়?
ক) G-Governance
খ) I-Governance
👉গ) E-Governance
ঘ) T-Governance
২০। কোনটির কল্যাণে ঘরে বসেই বিশ্বকে হাতের মুঠোয় পাওয়া যাচ্ছে?
👉ক) ইন্টারনেট খ) টেলিভিশন
গ) টেলিফোন ঘ) মোবাইল ফোন
২১। কোন মাধ্যম ব্যবহারে শিক্ষার্থীরা ঘরে বসে সব ধরনের শিক্ষা লাভ করতে পারে?
ক) কম্পিউটার খ) রেডিও
👉গ) অনলাইন ঘ) টিভি
২২। ভার্চুয়াল রিয়েলিটিতে কোন ধরণের ছবি দেখানো হয়?
ক) একমাত্রিক খ) দ্বিমাত্রিক
👉গ) ত্রিমাত্রিক ঘ) চতুর্মাত্রিক
২৩। বাস্তব নয় কিন্তু বাস্তবের অনুভূতি প্রদানকারী পরিবেশকে কী বলে?
👉ক) ভার্চুয়াল রিয়েলিটি খ) ভার্চুয়াল ফাংশন
গ) কৃত্তিম বুদ্ধিমত্তা ঘ) রোবটিক্স
২৪। ভার্চুয়াল রিয়েলিটিতে তথ্য আদান-প্রদানের জন্য ব্যবহৃত যন্ত্রপাতি হলো –
ক) অ্যাপ্রোন
খ) চশমা
👉গ) ডেটা গ্লোভ এবং বিশেষ ধরনের চশমা
ঘ) গেমিং সেট
২৫। ভার্চুয়াল রিয়েলিটির প্রয়োগ হচ্ছে –
ক) গাড়ি চালানো প্রশিক্ষনের ক্ষেত্রে
খ) শিক্ষা ক্ষেত্রে
গ) চিকিৎসা ক্ষেত্রে
👉ঘ) সবগুলো
২৬। মানুষের চিন্তা-ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তি কোনটি?
ক) বায়োমেট্রিক্স
খ) বায়োইনফরমেটিক্স
👉গ) কৃত্তিম বুদ্ধিমত্তা
ঘ) ভার্চুয়াল রিয়েলিটি
২৭। কৃত্তিম বুদ্ধিমত্তা সংযোজন করা হয়েছে কোন প্রজন্মের কম্পিউটারে?
ক) তৃতীয় ক) চতুর্থ
👉গ) পঞ্চম ঘ) ষষ্ঠ
২৮। ‘কৃত্তিম বুদ্ধিমত্তা’ শব্দটির সাথে সর্বপ্রথম সকলকে পরিচয় করিয়ে দেন কে?
ক) Jack Williamson
খ) Marshall Mcluhan
👉গ) John McCarthy
ঘ) Karel Capek
২৯। নিচের কোনটি বায়োইনফরমেটিক্স পদ্ধতিতে ব্যবহৃত হয়?
👉ক) SQL খ) LISP
গ) CLISP ঘ) PROLOG
৩০। কোনটি বায়োইনফরমেটিক্সের বৈশিষ্ট্য ?
ক) স্বল্প ডেটা সংরক্ষণ
👉খ) জৈবিক ডেটার সমাহার
গ) ন্যানোটেকনোলজির ব্যবহার
ঘ) প্রযুক্তি নির্ভর নিরাপত্তা
৩১। ১ ন্যানো সমান-
👉ক) একশত কোটি ভাগের এক ভাগ
খ) এক কোটি ভাগের এক ভাগ
গ) দশ কোটি ভাগের এক ভাগ
ঘ) এক হাজার কোটি ভাগের এক ভাগ
৩২। এক ন্যানোমিটার সমান কত মিটার?
ক) 10-6 মিটার খ) 10-7 মিটার
গ) 10-8 মিটার 👉ঘ) 10-9 মিটার
৩৩। আণবিক পর্যায়ে পদার্থকে পরিবর্তন ও নিয়ন্ত্রণ করার প্রযুক্তিকে বলা হয়-
ক) জেনেটিক ইঞ্জিনিয়ারিং
খ) নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং
গ) বায়োইনফরমেটিক্স
👉ঘ) ন্যানোটেকনোলজি
৩৪। ন্যানো প্রযুক্তির জনক বলা হয় কাকে?
ক) জোহান্স মেন্ডেস
খ) লুই পাস্তুর
👉গ) রিচার্ড ফাইনম্যান
ঘ) মার্শাল মাকলুহান
৩৫। অন্যের লেখা বা গবেষণালদ্ধ ফলাফল নিজের নামে চালিয়ে দেয়াকে কী বলা হয়?
ক) কপিরাইট
খ) সফটওয়্যার পাইরেন্স
👉গ) প্লেজিয়ারিজম
ঘ) ডেটা পাইরেন্সি
৩৬। ইন্টারনেট ব্যবহার করে অনুমতি ব্যতীত অন্যের কম্পিউটার বা কোন নেটওয়ার্কে বা কোন সিস্টেমে অবৈধভাবে অনুপ্রবেশ করাকে কি বলা হয়?
ক) হ্যাকিং
খ) স্ক্যানিং
👉গ) সাইবার-আক্রমণ
ঘ) প্লেজারিজম
৩৭। ইন্টারনেটকে কেন্দ্র করে যে সকল ক্রাইম সংঘটিত হয় তাকে কী বলে?
ক) ইন্টারনেট ক্রাইম
👉খ) সাইবার ক্রাইম
গ) ভাইরাস
ঘ) প্লেজারিজম
৩৮। VIRUS এর পূর্ণরূপ কী?
ক) Virtual Information Resources Under seize
খ) Visual Information Resources Under size
গ) Video Information Resources Under Siege
👉ঘ) Vital Information Resources Under Seize
৩৯। খাদ্যদ্রব্যের মান সঠিক রাখার জন্য প্যাকেটের ভেতর প্রলেপ দেয়ার প্রযুক্তি কী?
👉ক) ন্যানোটেকনোলজি
খ) বায়োমেট্রিক্স
গ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং
ঘ) রোবটিক্স
দ্বিতীয় অধ্যায়
1. ডেটা কমিউনিকেশন প্রক্রিয়া কয়টি ধাপে সম্পন্ন হয়ে থাকে?
২টি
৩টি
৪টি
৫টি
সঠিক উত্তর: ৫টি
2. কম্পিউটার কিংবা অন্য কোনো যন্ত্রের সাহায্যে ডেটাকে এক স্থান থেকে অন্য স্থানে কিংবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তরের প্রক্রিয়াকে কী বলে?
কম্পিউটার নেটওয়ার্ক
ডেটা কমিউনিকেশন
কমিউনিকেশন
টপোলজি
সঠিক উত্তর: ডেটা কমিউনিকেশন
3. নিচের কোনটি কমিউনিকেশন মাধ্যম নয়?
মোবাইল ফোন
ই-মেইল
ইন্টারনেট
বিমান
সঠিক উত্তর: বিমান
4. মোবাইল ফোন ডেটা কমিউনিকেশনের কোন পদ্ধতির অন্তর্ভূক্ত?
Simplex Mode
Half Duplex
Full Duplex Mode
Simple Mode
সঠিক উত্তর: Full Duplex Mode
5. ক্লোর, কোডিং, বাফার আবরণ দিয়ে নিম্নের কোনটি তৈরী হয়?
অপটিক্যাল ফাইবার
টুইস্টেড পেয়ার
কো-এক্সিয়াল
হাব
সঠিক উত্তর: অপটিক্যাল ফাইবার
6. যে প্রক্রিয়ার সুষ্ঠু ও সাবলীলভাবে যোগাযোগ সাধিত হয় তাকে কী বলে?
কম্পিউটার সিস্টেম
কমিউনিকেশন সিস্টেম
মোবাইল সিস্টেম
মেইলিং সিস্টেম
সঠিক উত্তর: কমিউনিকেশন সিস্টেম
7. টেলিকমিউনিকেশন অর্থ কী?
কাছের যোগাযোগ
দূরবর্তী যোগাযোগ
কথোপকথন
যোগাযোগ
সঠিক উত্তর: দূরবর্তী যোগাযোগ
8. কোনো ডকুমেন্ট মেইলের মাধ্যমে একস্থানে হতে অন্যস্থানে প্রেরণ কোন ধরনের কমিউনিকেশন সিস্টেম?
Optical Communication System
Radioi Communication System
Duplex Communication System
Digital Communication System
সঠিক উত্তর: Digital Communication System
9. নিম্নের কোনটি রেডিও সিগন্যালের মাধ্যমে প্রেরণ করা হয়?
অপটিক্যাল কমিউনিকেশন সিস্টেম
রেডিও কমিউনিকেশন সিস্টেম
ডুপ্লেক্স কমিউনিকেশন সিস্টেম
সবগুলো
সঠিক উত্তর: অপটিক্যাল কমিউনিকেশন সিস্টেম
10. যে কমিউনিকেশনের সিস্টেমের মাধ্যমে প্রেরক ও প্রাপক একই সাথে তথ্য বিনিময় করতে পারে তাকে কী বলে?
কৌশলগত কমিউনিকেশন সিস্টেম
হাফ ডুপ্লেক্স কমিউনিকেশন সিস্টেম
ডুপ্লেক্স কমিউনিকেশন সিস্টেম
রেডিও কমিউনিকেশন সিস্টেম
সঠিক উত্তর: হাফ ডুপ্লেক্স কমিউনিকেশন সিস্টেম
11. কমিউনিকেশন সিস্টেমের মৌলিক উপাদান কয়টি?
৩টি
৪টি
৫টি
৬টি
সঠিক উত্তর: ৫টি
12. ট্রান্সমিশন সিস্টেম হলো?
মাধ্যম
প্রাপক
প্রেরক
গন্তব্য
সঠিক উত্তর: প্রেরক
13. নিম্নের কোনটি কম্পিউটারের ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে পরিণত করে টেলিফোন যোগাযোগ ব্যবস্থার দ্বারা গ্রাহকের নিকট প্রেরণ করে?
মডুলেটর
ডিমডুলেটর
ডিকোডার
মডেম
সঠিক উত্তর: মডুলেটর
14. নিম্নের কোনটি তথ্যের উৎস?
কম্পিউটার
টেলিফোন
স্যাটেলাইট
টেলিফোন লাইন
সঠিক উত্তর: কম্পিউটার
15. ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রুপান্তরিত করার প্রক্রিয়াকে কী বলে?
রাউটিং
মডুলেশন
সুইচিং
নেটওয়ার্কিং
সঠিক উত্তর: মডুলেশন
16. কম্পিউটারের পারস্পারিক যোগাযোগ কে কী বলে?
মডেম
নেটওয়ার্ক
ফ্যাক্স
হাইওয়ে
সঠিক উত্তর: নেটওয়ার্ক
17. ডেটা ট্রান্সমিশন রেটকে কী বলে?
ব্যান্ড
উইডথ
ব্যান্ড উইডথ
ভয়েস ব্যান্ড
সঠিক উত্তর: ব্যান্ড উইডথ
18. ডেটা ট্রান্সমিশন গতি কত প্রকার?
২টি
৩টি
৪টি
৫টি
সঠিক উত্তর: ৫টি
19. নিচের কোনটি কমিউনিকেশন সিস্টেম বহির্ভূত?
যোগাযোগ নেটওয়ার্ক
তথ্য বিনিময় সিস্টেম
তথ্য বিনিময় কেন্দ্র
গাড়ি চালানো
সঠিক উত্তর: তথ্য বিনিময় সিস্টেম
20. ন্যারো ব্যান্ডের গতি-
9600bps
45bps
1 gbps
5 gbps
সঠিক উত্তর: 45bps
21. Bandwidth এর একক কোনটি?
Hz
Cycle/sec
bit/s
m/s
সঠিক উত্তর: bit/s
22. ডেটা ট্রান্সমিশন পদ্ধতিকে কয় ভাগে ভাগ করা হয়?
২টি
৩টি
৪টি
৫টি
সঠিক উত্তর: ৩টি
23. ডেটা রিসিভার A এর জন্য ব্যবহৃত বাইনারি মান কোনটি?
10000001
1000001
01000010
11000001
সঠিক উত্তর: 1000001
24. নিম্নের কোনটির প্রেরক স্টেশনের সাথে একটি প্রাইমারী স্টোরেজের প্রয়োজন হয়?
সিনক্রোনাস ট্রান্সমিশন
আইসোক্রোনাস ট্রান্সমিশন
অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন
আইসিক্রোনাস ট্রান্সমিশন
সঠিক উত্তর: সিনক্রোনাস ট্রান্সমিশন
25. ডেটা প্রবাহের দিকে উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোডকে কয় ভাগে ভাগ করা যায়?
২ ভাগে
৩ ভাগে
৪ ভাগে
৫ ভাগে
সঠিক উত্তর: ৩ ভাগে
26. প্রেরক থেকে যে ডেটা গ্রাহকের ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয় তাকে কী বলে?
এসিনক্রোনাস
আইসোক্রোনাস
সিনক্রোনাস
বিসিনক্রোনাস
সঠিক উত্তর: এসিনক্রোনাস
27. ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে ডেটা প্রবাহের দিককে কী বলে?
ট্রান্সমিশন স্পীড
ডেটা কমিউনিকেশন
কম্পিউটার মোড
ডেটা ট্রান্সমিশন মোড
সঠিক উত্তর: কম্পিউটার মোড
28. যে ডেটা ট্রান্সমিশন সিস্টেমে প্রেরক থেকে ডেটা গ্রাহকের ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয় তাকে কী বলে?
সিনক্রোনাম ট্রান্সমিশন
এসিনক্রোনাম ট্রান্সমিশন
আইসোক্রানাস ট্রান্সমিশন
বিসিনক্রোনাস ট্রান্সমিশন
সঠিক উত্তর: এসিনক্রোনাম ট্রান্সমিশন
29. ডেটা শুধু এক দিকে প্রেরণ করা যায় কোন মোডে?
হাফ ডুপ্লেক্স
সিমপ্লেক্স
ডুপ্লেক্স
ফুল ডুপ্লেক্স মোড
সঠিক উত্তর: সিমপ্লেক্স
30. সিমপ্লেক্স মোডের উদাদহরণ-
মোবাইল ফোন
টেলিফোন
ওয়াকিটকি
রেডিও
সঠিক উত্তর: রেডিও
31.ইন্টারনেটে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ডেটা ট্রান্সফারের কোন পদ্ধতিতে?
Synchronous
Isochronous
Asychronous
কোনাটিই নয়।
সঠিক উত্তর: Asychronous
32. সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনে প্রতি প্যাকেট কমপক্ষে কতটি ক্যারেক্টার থাকে?
৮০-১৩২ ক্যারেক্টার
৮০-১২০ ক্যারেক্টার
১২০-১৩২ ক্যারেক্টার
১০০-১১২ ক্যারেক্টার
সঠিক উত্তর: ৮০-১৩২ ক্যারেক্টার
33. নেটওয়ার্ক লাইন ইন্টারফেসের ওপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন পদ্ধতিকে কয়টি ভাগে ভাগ করা যায়?
5 ভাগে
৪ ভাগে
৩ ভাগে
২ ভাগে
সঠিক উত্তর: ২ ভাগে
34. কেবল একদিকে ডেটা প্রেরনের মোডকে কী বলে?
ডুপ্লেক্স
হাফ ডুপ্লেক্স
ফুল ডুপ্লেক্স
সিমপ্লেক্স
সঠিক উত্তর: সিমপ্লেক্স
35. টুইস্টেড পেয়ার ক্যাবলের ফ্রিকোয়েন্সি রেঞ্জ কত?
0-5GHz
5-10MHz
0-5MHz
0-5KHz
সঠিক উত্তর: 0-5KHz
36. টুইস্টেড পেয়ার ক্যাবল তৈরী করা হয় কী ধরনের উপাদান দিয়ে?
Iron
Copper
Glass
Gold
সঠিক উত্তর: Copper
37. STP ক্যাবলের সর্বোচ্চ ব্যান্ডউইথড কত?
1Mbps
10Mbps
2Mbps
20Mbps
সঠিক উত্তর: 20Mbps
38. UTP ক্যাবলের কতটি কপার তার থাকে?
২টি
৪টি
৮টি
১৬টি
সঠিক উত্তর: ৮টি
39. ডেটা কমিউনিকেশনে কয় প্রকারের মাধ্যম রয়েছে?
২প্রকার
৩প্রকার
৪প্রকার
৫প্রকার
সঠিক উত্তর: ২প্রকার
40. কোনটি স্বল্প দূরত্বের নেটওয়ার্ক স্থাপনে ব্যবহার করা হয়?
উপগ্রহ
রেডিওওয়েভ
ক্যাবল
স্যাটেলাইট
সঠিক উত্তর: ক্যাবল
41. নিম্নের কোনটির মাধ্যমে একই সময়ে অনেকগুলো দেশের সাথে যোগাযোগ স্থাপন করা সম্ভব?
শেয়ার টুইস্টেড পেয়ার ক্যাবল
খ টুইস্টেড পেয়ার ক্যাবল
স্যাটেলাইট মাইক্রোওয়েভ
টেবেস্টোরিয়েল মাইক্রোওয়ব।
সঠিক উত্তর: স্যাটেলাইট মাইক্রোওয়েভ
42. STP- এর পূর্ণরুপ কী?
Share Twisted Pair
Shielded Twin Pair
Shielded Tower phone
Shielded Twisted Pair
সঠিক উত্তর: Shielded Twisted Pair
43. নিম্নে কোনটিতে ডেটা ট্রান্সমিশন হার 100mbps থেকে 2gbps?
টুইস্টেড পেয়ার ক্যাবল
আনশিল্ডেড টুইস্টেড পেয়ার ক্যাবল
কো-এক্সিয়াল ক্যাবল
অপটিক্যাল ফাইবার ক্যাবল।
সঠিক উত্তর: অপটিক্যাল ফাইবার ক্যাবল।
44. অপটিক্যাল ফাইবার জ্যাকেটের ব্যাস কোনটি?
200µm
300 µm
400 µm
100 µm
সঠিক উত্তর: 400 µm
45. অপটিক্যাল ফাইবার ক্যাবল কমিউনিকেশন ব্যবস্থায় তিনটি অংশে দুটি হলো প্রেরক যন্ত্র ও গ্রাহক যন্ত্র এবং অপরটি-
মডেম
মাধ্যম
তার
ডিটেক্টর
সঠিক উত্তর: মাধ্যম
46. রেডিও তরঙ্গ সংগঠিত হয় কোথায়?
মোটামুটি দূরত্ব
কয়েক কিলোমিটার
খুবই অল্প দূরত্ব
১ কিলোমিটার
সঠিক উত্তর: কয়েক কিলোমিটার
47. কোন যন্ত্রটি নিম্ন শক্তিসম্পন্ন রেডিও সঞ্চালনে ডেটা পরিবর্তন করতে সক্ষম?
ব্লুটুথ
রেডিও
টেলিভিশন
কম্পিউটার
সঠিক উত্তর: ব্লুটুথ
48. কোন প্রযুক্তি ব্যবহার করে শতাধিক ব্যবহারকারী একক বেস স্টেশন ব্যবহার করতে পারে?
Wi-Max
Wifi
Bluetooth
GPS
সঠিক উত্তর:( Wi-Max
49. বেতার তরঙ্গের সীমা কত?
20km-30km
1km-50km
1mm-10km
50km-100km
সঠিক উত্তর: 1mm-10km
50. ভূ-পৃষ্ঠে ট্রান্সমিটার বসানো থাকে কোন ওয়েভে?
স্যাটেলাইট মাইক্রোওয়েভ
রেডিও মাইক্রোওয়েভ
টিভি মাইক্রোওয়েভ
টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ
সঠিক উত্তর: টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ
51. কোনটি ব্লুটুথ ও ইনফ্রারেডের মাধ্যমে হ্যান্ডসেট বা ল্যাপটপের মধ্যে যোগাযোগের পদ্ধতি-
WWAN
WMAN
WPAN
WLAN
সঠিক উত্তর: WPAN
52. কয়েকটি wireless LAN মিলে নিম্নের কোনটি গঠিত হয়?
WWAN
WMAN
WPAN
WLAN
সঠিক উত্তর: WMAN
53. কোনটিতে Wi-Max প্রযুক্তি ব্যবহার করা হয়?
WWAN
WMAN
WPAN
WLAN
সঠিক উত্তর: WMAN
54. দূরে গ্রহ, গ্যালাক্সি এবং মহাশূন্যে বিভিন্ন বিপর্যয় পর্যবেক্ষন কাজ- এ নিম্নের কোনটির ব্যবহার করা হয়?
রেডিও ওয়েভ
স্যাটেলাইট মাইক্রোওয়েভ
টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ
ওয়্যারলেস
সঠিক উত্তর: স্যাটেলাইট মাইক্রোওয়েভ
55. বর্তমানে মোবইল ফোনে ওয়্যারলেস প্রযুক্তিতে বহুল ব্যবহৃত প্রযুক্তি কোনটি?
ওয়াই-ফাই
তার মাধ্যমে
অপটিক্যাল ফাইবার
কো-এক্সিয়াল
সঠিক উত্তর: ওয়াই-ফাই
56. LMR-এর পূর্ণরুপ কী?
Local Mobile Radio
Local Mobile Resister
Land Mobile Radio
Local Mbality Radio
সঠিক উত্তর: Land Mobile Radio
57. SMR- এর পূর্ণরুপ কী?
Specialized Mobile Radio
Speed Mobile Radio
Special Mobile Radio
Social Mobile Radio
সঠিক উত্তর: Specialized Mobile Radio
58. গাড়ির চালকের গতিবিধি বা কোথায় রয়েছে তা জানার উপায় কোনটি?
জিপিএস
মোবাইল
ফেসবুক
ব্লুটুথ
সঠিক উত্তর: জিপিএস
59. WAN- এর পূর্ণরুপ কী?
World Area Network
Wide Area Network
World After Network
World After Nature
সঠিক উত্তর: Wide Area Network
60. ড. মার্টিন কুপার যে মোবাইলটি ১৯৭৩ সালে সর্ব প্রথম প্রদর্শন করেন তার ওজন কত ছিল?
২৫০ কেজি
৫.০০ গ্রাম
১ কেজি
১.৫ কেজি
সঠিক উত্তর: বিট
61. ব্লুটুথের মাধ্যমে কোন নেটওয়ার্ক তৈরী হয়?
PAN
LAN
WAN
MAN
সঠিক উত্তর: PAN
62. ব্লুটুথ উদ্ভাবন করেন কে?
টেলিকম
হার্ড এল্ড্রিসন
এরিকসন
আইবিএম
সঠিক উত্তর: এরিকসন
63. কত সালে ব্লুটুথ উদ্ভাবন করা হয়?
১৯৮০ সালে
১৯৯৪ সালে
১৯৬২ সালে
২০০৪ সালে
সঠিক উত্তর: ১৯৯৪ সালে
64. Bluetooth Special interest group এর সদস্য কত?
প্রায় ১৭০০০
প্রায় ১২০০০
প্রায় ২০০০০
প্রায় ২৫০০০
সঠিক উত্তর: প্রায় ১৭০০০
65. দুই বা ততোধিক যন্ত্রের মধ্যে তারবিহীন যোগাযোগের পদ্ধতিকে কী বলে?
মোবাইল ফোন
কম্পিউটার
ওয়্যারলেস কমিউনিশেন
স্মার্টফোন
সঠিক উত্তর: ওয়্যারলেস কমিউনিশেন
66. নিম্নশক্তি সম্পন্ন রেডিও সঞ্চালনে ডেটা পরিবহন করতে সক্ষম যে যন্ত্র তার নাম-
ইনফ্রারেড
ব্লুটুথ
মোবাইল ফোন
রেডিও
সঠিক উত্তর: ব্লুটুথ
67. ব্লুটুথ কত দূরত্ব পর্যন্ত সংযোগ স্থাপন করতে পারে?
10cm-10m
1km-10km
10m-20m
10cm-40m
সঠিক উত্তর: 10cm-10m
68. ব্লুটুথের ফলে কোন নেটওয়ার্ক তৈরী হয়?
PAN
LAN
WAN
MAN
সঠিক উত্তর: PAN
69. ব্লুটুথ উদ্ভাবন করেন কে?
টেলিকম
হার্ড এন্ড্রিসন
এরিকসন
টেলিকম এরিকসন
সঠিক উত্তর: এরিকসন
70. কত সালে ব্লুটুথ উদ্ভাবন করা হয়?
১৯৮০
১৯৯৪
১৯৬২
২০০৪
সঠিক উত্তর: ১৯৯৪
71. লোকাল এরিয়া নেটওয়ার্কের আওতায় পড়ে-
অফিসভিত্তিক নেটওয়ার্ক
রুমভিত্তিক নেটওয়ার্ক
জেলাভিত্তিক নেটওয়ার্ক
বিভাগীয় নেটওয়ার্ক
সঠিক উত্তর: অফিসভিত্তিক নেটওয়ার্ক
72. Wi-fi- এর স্ট্যান্ডার্ড হচ্ছে-
IEEE 80.211
IEE 802.11
IEEE 802.11
IEE 80.211
সঠিক উত্তর: IEEE 802.11
73. IEEE এর পূর্ণরুপ কী?
Institute of Electrical and Electronics Engineers
Institute of Electrical and Electronics Engineers
Impact of Electrical and Electronics Engineers
Institute of Electrical and Electronics Engineers
সঠিক উত্তর: Institute of Electrical and Electronics Engineers
74. Wi-Max এর প্রধান অংশ কয়টি?
২টি
৩টি
৪টি
৫টি
সঠিক উত্তর: ৩টি
75. ইনডোর ও আউটডোর টাওয়ার নিয়ে গঠিত কোনটি?
Wi-Max রিসিভার
Max বেস স্টেশন
Wi-Max বেস স্টেশন
Wi-Fi রিসিভার
সঠিক উত্তর: Wi-Max বেস স্টেশন
76. Wi-Max নেটওয়ার্কে ১০ কিলোমিটারের মধ্যে গতি কত?
1 mbps
20 gbps
10 mbps
2 gbps
সঠিক উত্তর: 10 mbps
77. বাংলাদেশে কে প্রথম ওয়াইমাক্স সুবিধা প্রদান করেন?
Banglalion
Ollo
Qubee
Augure
সঠিক উত্তর: Qubee
78. ওয়াই-মাক্স এর ডেটা প্রবাহের হার কত?
১০ মেগাবাইট/সেকেন্ড
৩০-৪০ মেগাবাইট/সেকেন্ড
৬০ মেগাবাইট/সেকেন্ড
১ মেগাবাইট/সেকেন্ড
সঠিক উত্তর: ৩০-৪০ মেগাবাইট/সেকেন্ড
79. ২০১১ সালে স্থির স্টেশনগুলোতে তথ্য ট্রান্সমিশনের হার সেকেন্ডে কত করা হয়েছে?
১ জিবি
৫১২ এমবি
২ জিবি
২৫৬ এমবি
সঠিক উত্তর: ১ জিবি
80. কোন প্রজন্মের মোবাইল সিস্টেমে NMT ব্যবহার শুরু হয়?
১ম প্রজন্ম
২য় প্রজন্ম
৩য় প্রজন্ম
৪র্থ প্রজন্ম
সঠিক উত্তর: ১ম প্রজন্ম
81. ব্যাংকের শাখা অফিসের মধ্যে কোন ধরনের নেটওয়ার্ক পদ্ধতি গড়ে উঠে সেই নেটওয়ার্কের নাম কী?
MAN
LAN
PAN
CAN
সঠিক উত্তর: MAN
82. এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে ডেটা পাঠানোর জন্যে কোন হার্ডওয়ার ব্যবহার করা হয়?
হাব
রাউটার
সুইচ
নিক
সঠিক উত্তর: রাউটার
83. NTTC সেলুলার টেলিফোন উৎপাদন শুরু করে-
প্রথম প্রজন্মে
তৃতীয় প্রজন্মে
দ্বিতীয় প্রজন্মে
চতুর্থ প্রজন্মে
সঠিক উত্তর: দ্বিতীয় প্রজন্মে
84. দ্বিতীয় প্রজন্ম হলো-
নেটওয়ার্ক
ইনফ্রারেড
তারবিহীন নেটওয়ার্ক
ব্লুটুথ
সঠিক উত্তর: ব্লুটুথ
85. কম্পিউটার নেটওয়ার্কিং ব্যবস্থায় যুক্ত হয়-
দুটি কম্পিউটার
দুই বা ততোধিক কম্পিউটার
একটির সাথে অন্যটি
তিনটি কম্পিউটার
সঠিক উত্তর: দুই বা ততোধিক কম্পিউটার
86. নেটওয়ার্ক হলো-
কম্পিউটারে তথ্য সংরক্ষন করা
ডাক যোগাযোগ
কম্পিউটারের আন্তঃসংযোগ
কম্পিউটারে তথ্য বিন্যাস
সঠিক উত্তর: কম্পিউটারের আন্তঃসংযোগ
87. সর্বনিম্ন কয়টি কম্পিউটারের মধ্যে ক্যাবল যুক্ত করে নেটওয়ার্কিং করা যায়?
২টি
৩টি
৪টি
৫টি
সঠিক উত্তর: ২টি
88. নিচের কোনটি নেটওয়ার্ক শেয়ারিং এর জন্য ব্যবহৃত হয়?
হার্ডওয়ার ও সফটওয়ার
তথ্য বিনিময় ও সফটওয়ার
তথ্য বিনিময় ও হার্ডওয়ার
তথ্য বিনিময়, হার্ডওয়ার ও সফটওয়ার
সঠিক উত্তর: তথ্য বিনিময়, হার্ডওয়ার ও সফটওয়ার
89. নেটওয়ার্কের উদ্দেশ্য হলো ব্যবহারকারীর পরস্পরের মধ্যে কম্পিউটার— কে ভাগাভাগি করে ব্যবহার করা।
কম্পিউটার
রিসোর্স
মডেম
সার্ভার
সঠিক উত্তর: রিসোর্স
90. PAN নেটওয়ার্ক তৈরী করা যায়-
বাড়ি, অফিস, গাড়ি
বাড়ী. অফিস, জেলা
বাড়ি, গাড়ি, শহর
অফিস, কলেজ, অন্যদেশ
সঠিক উত্তর: বাড়ি, অফিস, গাড়ি
91. LAN WAN সাধারণত গড়ে উঠে— সীমানার মধ্যে।
১০ কিঃমিঃ
১ কিঃমিঃ
১০০ মিঃ
১০০ কিঃমিঃ
সঠিক উত্তর: ১০০ মিঃ
92. LAN ও MAN নিয়ে গঠিত হয়-
WAN
PAN
CAN
VAN
সঠিক উত্তর: WAN
93. লোকাল এরিয়া নেটওয়ার্ক —
খুব কাছাকাছি নয় এরুপ কম্পিউটারের মধ্যে
খুব কাছাকাছি অবস্থিত কম্পিউটারের মধ্যে
কাছাকাছি দেশের মধ্যে কম্পিউটারের সংযোগ
পাশাপাশি দেশের কম্পিউটারের মধ্যে
সঠিক উত্তর: কাছাকাছি দেশের মধ্যে কম্পিউটারের সংযোগ
94. NIC এর পূর্ণরুপ কী?
Network Net Card
Network Interface Card
Neutal Interface Card
New International Card
সঠিক উত্তর: Network Interface Card
95. হাবের গতি অপেক্ষা সুইচের গতি-
কম
অনেক বেশি
বেশি
সমান
সঠিক উত্তর: কম
96. অধিক ক্ষমতাযুক্ত হাব কে কী বলে?
কম মেধাযুক্ত হাব
বুদ্ধিমান হাব
বোকা হাব
চালাক হাব
সঠিক উত্তর: বুদ্ধিমান হাব
97. এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে ডেটা পাঠানোর প্রক্রিয়াকে কী বলে?
রাউটার
ব্রাউটার
রাউটিং
হাব
সঠিক উত্তর: রাউটিং
98. রাউটিং এর জন্য যে হার্ডওয়ার ব্যবহার করা হয় তাকে কী বলে?
ব্রাউটার
রাউটার
গেটওয়ে
হাব
সঠিক উত্তর: রাউটার
99. কোনো ব্যবহারকারী নেটওয়ার্কের কাজ সঠিকভাবে সম্পন্ন করতে নিচের কোনটি ব্যবহার করতে পারবে?
ফটোকপিয়ার
টেলিফোন
স্ক্যানার
মোবাইল
সঠিক উত্তর: স্ক্যানার
100. নেটওয়ার্ক ফাংশনের প্রধান কাজ কয়টি?
২টি
৩টি
৪টি
৫টি
সঠিক উত্তর: ৩টি
101. কোন টপোলজি বৃত্তাকার?
হাইব্রিড টপোলজি
স্টার টপোলজি
রিং টপোলজি
ট্রি টপোলজি
সঠিক উত্তর: রিং টপোলজি
102. একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রনকারী কম্পিউটারের সাথে একাধিক কম্পিউটারের সংযুক্ত হওয়ার টপোলজিকে কী বলে?
বাস টপোলজি
রিং টপোলজি
স্টার টপোলজি
ট্রি টপোলজি
সঠিক উত্তর: স্টার টপোলজি
103. কোন টপোলজির নেটওয়ার্কভূক্ত কম্পিউটারগুলো পরস্পরের মধ্যে সরাসরি সংকেত আদান-প্রদান করতে পারেনা?
স্টার টপোলজি
রিং টপোলজি
শংকর টপোলজি
শাখা-প্রশাখা টপোলজি
সঠিক উত্তর: স্টার টপোলজি
104. স্টার টপোলজির সম্প্রসারিত রুপ কী?
রিং টপোলজি
শাখা-প্রশাখা টপোলজি
বাস টপোলজি
ট্রি টপোলজি
সঠিক উত্তর: শাখা-প্রশাখা টপোলজি
105. কোন নেটওয়ার্কের জন্য কম্পিউটারের হোস্ট কম্পিউটার অপরিহার্য?
বাস টপোলজি
রিং টপোলজি
স্টার টপোলজি
পরস্পর সম্পর্কযুক্ত টপোলজি
সঠিক উত্তর: স্টার টপোলজি
106. হাইব্রিড টপোলজির উদাহরণ কোনটি?
মডেম
ইন্টারনেট
সার্ভার
মোবাইল ফোন
সঠিক উত্তর: ইন্টারনেট
107. ডেটা কমিউনিকেশনের মাধ্যমে হিসেবে ব্যবহৃত হয়-
(i) ফাইবার অপটিক্স
(ii) ক্যাবল
(iii) মডেম
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: i, ii ও iii
108. ডেটা কমিউনিকেশনের উৎস হলো-
(i) কম্পিউটার
(ii) টেলিফোন
(iii) ক্যাবল
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: i, ii ও iii
109. কমিউনিকেশন সিস্টেম ব্যবহৃত হয়-
(i) ই-বিজনেস
(ii) তথ্য বিনিময়
(iii) শিক্ষার ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: i, ii ও iii
110. ডেটা ট্রান্সমিশন পদ্ধতিগুলো হচ্ছে-
(i) Asyncronous
(ii) Synchronous
(iii) Isochronous
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: i, ii ও iii
111. Asynchronous এর সুবিধা হচ্ছে-
(i) বেশি পরিমান ডেটা ট্রান্সফার করা যায়
(ii) সময় কম প্রয়োজন হয়
(iii) খরচ কম লাগে
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: ii ও iii
112. সিনক্রোন ডেটা ট্রান্সমিশনের বৈশিষ্ঠ্য-
(i) তুলনামূলক খরচ
(ii) তুলনামূলক সহজ
(iii) ট্রেইলার ব্লক ব্যবহারিত হয়
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: ii ও iii
113. টুইস্টেড পেয়ার ব্যবহৃত হয়-
(i) টেলিফোন নেটওয়ার্কিং-এ
(ii) গ্রাম্য যোগাযোগের ক্ষেত্রে
(iii) ডিশ এন্টেনা
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: i ও iii
114. অপটিক্যাল ফাইবার তৈরীতে ব্যবহৃত হয়-
(i) কাঁচ
(ii) প্লাস্টিক
(iii) ইস্পাত
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: i ও ii
115. Wi-Max এর অংশ-
(i) Wi-Max বেস স্টেশন
(ii) Wi-Max রিসিভার
(iii) Wi-Max ট্রান্সরিসিভার
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: i ও ii
116. Wi-Max এর অংশ –
(i) Wi-Max বাড়ীতে বা মোবাইলে ইন্টারনেটে সংযোগ দিয়ে থাকে
(ii) দূরবর্তী স্থানে ক্ষেত্রে আমরা Wi-Max ব্যবহার করতে পারি
(iii) Wi-Max এ যোগাযোগ সহজ নয়।
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: i ও ii
117. কয়েকটি সাধারণ নেটওয়ার্ক-
(i) PNA
(ii) MAN
(iii) KAN
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: i, ii ও iii
118. PNA ডিভাইসের উদাহরণ-
(i) ল্যাপটপ
(ii) মডেম
(iii) মোবাইল ফোন
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: i ও iii
অভিন্ন তথ্য ভিত্তিক বহুনির্বাচনী প্রশ্নঃ
…………………………………….. নিচের অনুচ্ছেদটি পড় এবং ১১৯, ১২০ ও ১২১ নং প্রশ্নের উত্তর দাও:
এস.এম. আলমগীর তা ইংলান্ড প্রবাসী বোন শেখ তাহমিনা আক্তারের সাথে ইন্টারনেট ব্যবহার করে যোগাযোগ করে।
119. আলমগীর কর্তৃক ব্যবহৃত ইন্টারনেট কোন ধরনের কমিউনিকেশন সিস্টেমের উদাহরণ?
তার মাধ্যমে
তারবিহীন মাধ্যমে
টেলিফোন
ধাতব
সঠিক উত্তর: তারবিহীন মাধ্যমে
120. সোহেল কোনো ই-মেইল করলে সে কমিউনিকেশন সিস্টেমের কোন উপাদান হবে?
প্রেরক
প্রাপক
প্রটোকল
গন্তব্য
সঠিক উত্তর: প্রেরক
121. আলমগীরের ইন্টারনেট কমিউনিকেশন সিস্টেমের কোন ধরনের উপাদান?
Protocol
Destination
Receiver
Medium
সঠিক উত্তর: Medium
নিচের উদ্দীপকটি পড় এবং ১২২ ও ১২৩ নং প্রশ্নের উত্তর দাও:
কোনো একটি মডেল কলেজে ৫ম তলা বিশিষ্ঠ ভবনে বিভিন্ন তলায় স্থাপিত কম্পিউটারসমূহকে নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে।
122. তাদের নেটওয়ার্কটি গড়ে উঠতে পারে?
(i) ক্যাবলের মাধ্যমে
(ii) রেডিও লিংকের মাধ্যমে
(iii) WAN এর মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: i ও ii
123. তাদের কম্পিউটারগুলো নেটওয়ার্ক করার ফলে সকল সুবিধা পাওয়া যায় তা হচ্ছে-
(i)তথ্য আদান-প্রদান
(ii)ই-মেইল আদান-প্রদান
(iii)প্রিন্টার শেয়ার করা
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ১২৪ ও ১২৫ নং প্রশ্নের উত্তর দাও:
তার, রেডিও ওয়েব, মাইক্রোওয়েব উভয়ের মাধ্যমে নেটওয়ার্ক গড়ে উঠতে পারে। তবে পাহাড়ি এলাকায় নেটওয়ার্ক মাধ্যমে তার হলে অনেক অসুবিধার সম্মুক্ষিন হতে হয়।
124. উদ্দীপকে তারের মাধ্যমে নেটওয়ার্ক সংযোগের জন্য প্রয়োজন-
(i) অপটিক্যাল ফাইবার
(ii) টুইস্টেড পেয়ার কেবল
(iii) কো-এক্সিয়াল কেবল
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: i, ii ও iii
125. পাহাড়ী এলাকায় নেটওয়ার্ক মাধ্যম কোনটি হলে সুবিধাজনক?
কো-এক্সিয়াল
অপটিক্যাল ফাইবার
ওয়্যারলেস
টুইস্টেড পেয়ার
সঠিক উত্তর: ওয়্যারলেস
নিচের অনুচ্ছেদটি পড় এবং ১২৬ ও ১২৭ নং প্রশ্নের উত্তর দাও:
শিক্ষা মন্ত্রাণালয় থেকে একটি ভিডিও কনফারেন্সিং অনুষ্ঠানের মাধ্যমে অন-লাইনে এইচএসসি প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম উদ্ভোবন করা হলো। উক্ত অনুষ্ঠানে কারা অংশগ্রহন করতে পারবেন?
126. শিক্ষা মন্ত্রণালয়ের অনুষ্ঠানে কারা অংশগ্রহন করতে পারবেন?
ঢাকা শহরের সকল কলেজের
রাজশাহী বোর্ডের কলেজর
শুধুমাত্র নির্দিষ্ট কলেজ
নেটওয়ার্কের অধীনের সকল কলেজ
সঠিক উত্তর: শুধুমাত্র নির্দিষ্ট কলেজ
127. উদ্দীপকে যে মোড হিসেবে ডেটা প্রেরণ করা হবে তা হলো-
ইউনিকস্ট মোড
মাল্টিকাস্ট মোড
ব্রডকাস্ট মোড
হাফ ডুপ্লেক্স মোড
সঠিক উত্তর: মাল্টিকাস্ট মোড
তৃতীয় অধ্যায়
1. শুণ্য এর ব্যবহার ছিল না কোন সংখ্যা পদ্ধতিতে?
রোমান ও ইউরোপিয়ান সংখ্যা পদ্ধতিতে
ভারতীয় ও আরবীয়দের সংখ্যা পদ্ধতিতে
ভারতীয় ও উপমহাদেশে
আরবীয়দের সংখ্যা পদ্ধতিতে
সঠিক উত্তর: রোমান ও ইউরোপিয়ান সংখ্যা পদ্ধতিতে
2. ভগ্নাংশ সংখ্যা সর্বপ্রথম প্রবর্তন হয় কোথায়?
গ্রিকে
ইরাকে
ভারতে
মিসরে
সঠিক উত্তর: মিসরে
সঠিক উত্তর: গণনা থেকে
3. প্রাচীন ব্যাবিলনের মানুষের বড় সংখ্যা প্রকাশের জন্য কত ভিত্তিক সংখ্যা ব্যবহার করতেন?
০২ ভিত্তিক
০৪ ভিত্তিক
৩০ ভিত্তিক
৬০ ভিত্তিক
সঠিক উত্তর: ৬০ ভিত্তিক
4. বাইনারি ডিজিটকে সংক্ষেপে বলে-
বাইট
বিট
কিলোবাইট
বাডিজিট
সঠিক উত্তর: বিট
5. সর্বপ্রথম ইনফিনিটি বা অসীম (∞ ) এর আবিস্কার কে প্রচলন করেন?
পিথাগোরাস
নিউটন
এরিস্টটল
গ্যালিলিও
সঠিক উত্তর: এরিস্টটল
6. বর্তমান গণিতের জন্ম হয়েছে-
অংক থেকে
গণনা থেকে
গণিত থেকে
সংখ্যা থেকে
সঠিক উত্তর: গণনা থেকে
7. কোন সংখ্যা পদ্ধতি শুধু মানের উপর নির্ভর করে না এবং তা অবস্থানের উপর নির্ভর করে?
অক্টাল সংখ্যা পদ্ধতি
বাইনারি সংখ্যা পদ্ধতি
পজিশনাল সংখ্যা পদ্ধতি
নন-পজিশনাল সংখ্যা পদ্ধতি
সঠিক উত্তর: পজিশনাল সংখ্যা পদ্ধতি।
8. প্রায় ৫০০ খ্রিস্টাব্দের দিকে এ্যারাবয়ানরা ভারতীয়দের কাছ থেকে কোন পদ্ধতি আয়ত্ত করেন?
বাইনারি সংখ্যা পদ্ধতি
অক্টাল সংখ্যা পদ্ধতি
পজিশনাল সংখ্যা পদ্ধতি
নন-পজিশনাল সংখ্যা পদ্ধতি
সঠিক উত্তর: পজিশনাল সংখ্যা পদ্ধতি
9. আরবরা গণনা পদ্ধতিতে আয়ত্ব করেছিলেন কাদের কাছ থেকে?
চীনদের কাছ থেকে
গ্রিকদের কাছ থেকে
ভারতীয়দের কাছ থেকে
মিসরীয়দের কাছ থেকে
সঠিক উত্তর: মিসরীয়দের কাছ থেকে
10. মানুষ কম্পিউটারে কোন সংখ্যা পদ্ধতি ব্যবহারে ইনপুট প্রদান করে?
দশমিক সংখ্যা পদ্ধতি
বাইনারি সংখ্যা পদ্ধতি
অকটাল সংখ্যা পদ্ধতি
হেক্সাডেসিমেল
সঠিক উত্তর: দশমিক সংখ্যা পদ্ধতি
11. কম্পিউটার যে সংখ্যা ব্যবহার করে কাজ সম্পূর্ণ করে সে সংখ্যা পদ্ধতি কোনটি-
দশমিক সংখ্যা পদ্ধতি
বাইনারি সংখ্যা পদ্ধতি
অকটাল সংখ্যা পদ্ধতি
হেক্সাডেসিমেল
সঠিক উত্তর: বাইনারি সংখ্যা পদ্ধতি
12. দশমিক সংখ্যা পদ্ধতির বেজ কত?
02 বেজ
08 বেজ
10 বেজ
16 বেজ
সঠিক উত্তর: 10
13. দশমিক সংখ্যা পদ্ধতির অংক কতটি?
16 টি
02 টি
08 টি
10 টি
সঠিক উত্তর: 10
14. প্রাচীন মিসরীয় শিলালিপিতে “⌒” চিহ্ন দ্বারা নিচের কোন দশমিক সংখ্যা প্রকাশ করা হয়।
১
১০
১০০
১০০০০
সঠিক উত্তর: ১০
15. মৌলিক চিহ্ন ব্যবহৃত হয় দশমিক সংখ্যা পদ্ধতিতে-
০৮টি
১০টি
০২টি
১৬ট
সঠিক উত্তর: ১০টি
16. ডেসিমেল ১৬ দ্বারা বাইনরি সংখ্যা পদ্ধতির মান কত?
1010
1110
10000
1111
সঠিক উত্তর: 10000
17. বর্তমান সময়ে আলোচিত IPV6 পদ্ধতিটি নিচের কোন সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে তৈরি?
দশমিক সংখ্যা পদ্ধতি
বাইনারি সংখ্যা পদ্ধতি
অকটাল সংখ্যা পদ্ধতি
হেক্সাডেসিমেল
সঠিক উত্তর: হেক্সাডেসিমেল
18. (AB)16 হেক্সাডেসিমেল সংখ্যার বাইনারি সমতুল্য মান-
(১০১১১০১০)২
(১০১০১০১১) ২
(১০০১০১১০) ২
(১০১১০০০১) ২
সঠিক উত্তর: (১০১০১০১১) ২
19. (১০১০১.১০১)২ সংখ্যাটির অক্টাল মান-
(২৫.৫)৮
(২৪.৫)৮
(৫২)৮
(২৫.৬)৮
সঠিক উত্তর: (২৫.৫)৮
20. (০.২৬) ৮ বাইনারি মান-
(০.১০০১১)২
(০.১০০০১১)২
(০.০১০১১০)২
(০.০১০১০১১০)২
সঠিক উত্তর: (০.০১০১১০)২
21. (১.২৫)১০ বাইনারিতে রুপান্তর করলে কত হবে?
(০.০২৫)২
(১.০১)২
(২.০৫)২
(১০.১)২
সঠিক উত্তর: (১.০১)২
22. কম্পিউটার গণিতে কয়টি সংখ্যা পদ্ধতি ব্যবহৃত হয়?
3টি
3টি
4টি
5টি
সঠিক উত্তর: 4টি
23. উপস্থাপন প্রকাশের পদ্ধতির উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতিকে কয়ভাগে ভাগ করা হয়?
2 ভাগে
3 ভাগে
4 ভাগে
6 ভাগে
সঠিক উত্তর: 4 ভাগে
24. (২৮)১০ সংখ্যার অকটাল মান কত?
(৩৪)৮
( ৭৭)৮
(২২)৮
(৬৬)৮
সঠিক উত্তর: (৩৪)৮
25. বাইনারি ১১১১ এর দশমিক মান কোনটি?
১৪
১৫
১৬
১৭
সঠিক উত্তর: ১৫
26. অকটাল সংখ্যা পদ্ধতি ভিত্তি কত?
০২ভিত্তি
১০ভিত্তি
০৮ভিত্তি
১৬ভিত্তি
সঠিক উত্তর: ০৮ ভিত্তি
27. কোন বাইনারি সংখ্যা দশমিক সমতূল্য ৩৬৮?
১০১১১০০০০
১১০১১০০০০
১১১০১০০০০
১১১১০০০০০
সঠিক উত্তর: ১০১১১০০০০
28. (৭৩৪)৮ হেক্সাডেসিমেল সমতুল্য মান-
১. CID
২. DC1
৩. CCD
৪.1DC
সঠিক উত্তর: 1DC
29. দশমিক 84 কে অকটাল সংখ্যায় পরিনত করলে কত হবে?
১২৪
১২৫
১২৭
১২৮
সঠিক উত্তর: ১২৪
30. বাইনারি সংখ্যা ১০১১১ এর পূরক কত?
১১১১১
০০১১১
০১০০০
১১০০০
সঠিক উত্তর: ০১০০০
31.(১১১০১)২ এর দশমিক মান কত?
১৫
১৮
২৯
৩১
সঠিক উত্তর: ২৯
32. ১১০০ ও ১১১ এর বাইনারি যোগ-
১১০০১
১০০১০
১০০১১
১১০১০
সঠিক উত্তর: ১০০১১
33. বাইনারি বিয়োগ কয়টি নিয়ম মেনে চলে-
২টি
৪টি
৩টি
৫টি
সঠিক উত্তর: ৪টি
34. ১০১১ থেকে ১১০ এর বিয়োগফল বাইনারি নিয়মে-
১১০
১১১
১০১
০১১
সঠিক উত্তর: ১০১
35. হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে B ও E এর যোগফল হবে-
(25)16
(F)16
(19)16
(BE)16
সঠিক উত্তর: (19)16
36. হেক্সাডেসিমেল দুটি ডিজিটের যোগফল ১৬ এর নিচে হলে যে সংখ্যা হবে তাই হবে এবং ক্যারি হবে-
০০
০১
১৬
০৬
সঠিক উত্তর: ০০
37. (১.৭৫)১০=()২
(১১.১)২
(১.১১)২
(১.১০১)২
(১.০১১)২
সঠিক উত্তর: (১.১১)২
38. (৬৪)৮ এর বাইনারি মান কত?
১১০১০০
১০১০০১
১১০১১০
১১১০০১
সঠিক উত্তর: ১১০১০০
39. চিহ্ন বা সাইনযুক্ত সংখ্যাকে বলে-
চিহ্ন মুক্ত
নম্বর
সাইন্ড নম্বর
বাইনারি নাম্বার
সঠিক উত্তর: সাইন্ড নম্বর
40. চিহ্ন বোঝানোর জন্য সাধারণত ব্যবহার করা হয়-
অতিরিক্ত বাইট
অতিরিক্ত সংখ্যা
অতিরিক্ত নম্বর
অতিরিক্ত বিট
সঠিক উত্তর: অতিরিক্ত বিট
41. বাইনারি সংখ্যাকে কত বিটে প্রকাশ করা হবে তা নির্ভর করে রেজিষ্ট্যারের-
বিটের উপর
শব্দ দৈর্ঘ্যরে উপর
শব্দের উপর
বিটের দৈর্ঘ্যরে উপর
সঠিক উত্তর: শব্দ দৈর্ঘ্যরে উপর
42. 2’s complement এর নির্ণয়ের সূত্র নিম্নরুপ-
1’s complement+1
1’s complement-1
2” + সংখ্যাটি
2” – সংখ্যাটি
সঠিক উত্তর: 1’s complement+1
43. ২৫০ কে বাইনারিতে প্রকাশ করতে গেলে কত বিট প্রয়োজন?
৪বিট
৩বিট
৯বিট
৫বিট
সঠিক উত্তর: ৯বিট
44. BCD কত বিটের কোড?
1বিট
4বিট
9বিট
8বিট
সঠিক উত্তর: 4বিট
45. (469)10 এর BCD মান কত?
(010001101001)BCD
(100001001)BCD
(1001101001)BCD
(1010101010)BCD
সঠিক উত্তর: (010001101001)BCD
46. EBCDIC কত বিটের কোড?
8 বিট
4 বিট
2 বিট
16 বিট
সঠিক উত্তর: 8 বিট
47. তিন বিট বিশিষ্ট বাইনারি কোডকে কী বলে?
অকটাল কোড
হেক্সাডেসিমেল কোড
বাইনারি কোড
অ্যাসকি কোড
সঠিক উত্তর: অকটাল কোড
48. চার বিটের বাইনারি কোডকে কী বলে?
অকটাল কোড
হেক্সাডেসিমেল কোড
বাইনারি কোড
অ্যাসকি কোড
সঠিক উত্তর: হেক্সাডেসিমেল কোড
49. বাইনারি নেগেটিভ সংখ্যা ও বাইনারি পজেটিভ সংখ্যা বুঝানোর জন্য সংখ্যার কোথায় অতিরিক্ত সাইন বিট ব্যবহার করা হয়?
সর্ববামে
ডানদিকে
যেকোন পার্শে
উভয় পার্শে
সঠিক উত্তর: সর্ববামে
50. ঋণাত্মক সংখ্যা কয়টি উপায়ে গঠন করা যায়?
২টি
৩টি
৪টি
৫টি
সঠিক উত্তর: ২টি
51. আসকি কোডে মোট সংকেত সংখ্যা কত?
১২৮
২৫৬
৬৪
৫১২
সঠিক উত্তর: ২৫৬
52. জর্জ বুল কত সালে বুলিয়ান অ্যালজেবরা আবিস্কার করেন?
১৮৫৪
১৯৫৪
১৮৩৪
১৯৮৫
সঠিক উত্তর: ১৮৫৪
53. কত সালে জর্জ বুল গণিত ও যুক্তির মধ্যে সুসম্পর্ক স্থাপন করেন?
১৯২২
১৯৯৫
১৯৮৭
১৮৫৪
সঠিক উত্তর: ১৮৫৪
54. বুলিয়ান অ্যালজেবরায় প্রত্যেক চলকের কয়টি মান থাকে?
০২টি
০৪টি
০৩টি
০৭টি
সঠিক উত্তর: ০২টি
55. বুলিয়ান অ্যালজেবরায় প্রত্যেক চলকের মান নিচের কোনটি সঠিক-
০ ও ১
১ ও ১
০ ও ০
০১ ও ১০
সঠিক উত্তর: ০ ও ১
56. আধুনিক কম্পিউটার ও ডিজিটাল ইলেক্ট্রনিক্সে কয় ধরণের সংখ্যা পদ্ধতি ব্যবহৃত হয়?
২টি
৩টি
৪টি
৫টি
সঠিক উত্তর: ৪টি
57. বুলিয়ান ধ্রবক কাকে বলে?
০ -কে
১ -কে
০ ও ১ কে
কোনটিই নয়
সঠিক উত্তর: ০ ও ১ কে
58. বুলিয়ান অ্যালজেবরায় কয় ধরণের মৌলিক যুক্তিমূলক অপারেশন হয়?
২ ধরনের
৩ ধরনের
৪ ধরনের
৫ ধরনের
সঠিক উত্তর: ৩ ধরনের
59. BCD এর পূর্ণরূপ কী?
Binary Coded Decimal
Binary Coded Dot
Basic Code Decimal
Binary Coded Dollar
সঠিক উত্তর: Binary Coded Decimal
60. যে সকল টেবিল বা সারণির মাধ্যমে বিভিন্ন গেইটের ফলাফল প্রকাশ করা হয় তাকে বলে-
সত্যক
সত্যক সারণি
টেবিল
সারণি
সঠিক উত্তর: সত্যক সারণি
61.
সঠিক উত্তর:
62. ২৩ টি ইনপুট দিলে ধাপ হবে-
02
04
08
16
সঠিক উত্তর: 08
63. A=1, B=0 এবং C=1 হলে
01
10
00
11
সঠিক উত্তর: 00
64. A=0, B=1 এবং C=0 হলে
10
11
01
00
সঠিক উত্তর: 11
65. মৌলিক লজিক গেইট-
২টি
4টি
3টি
5টি
সঠিক উত্তর: 3টি
66. নিচের কোনটি একই ধরনের গেইট?
AND, NOR, NOT
OR, NOT, XNOR
XOR, AND, NOT
AND, NOT, OR
সঠিক উত্তর: AND, NOT, OR
67. AND গেইটে A ও B দুটি ইনপুটই ০ হলে আউটপুট কত হবে?
১
০১
১০
০
সঠিক উত্তর: ০
68. দুটি NOR গেইটে – হিসেবে কাজ করে –
OR গেইট
AND গেইট
NOR গেইট
NAND গেইট
সঠিক উত্তর: OR গেইট
69. NAND গেইটে দুইটি ইনপুটই ১ হলে আউটপুট কত হবে?
১
০১
১০
০
সঠিক উত্তর: ০
70. কোন ধরনের গেইটে দুটি ইনপুটের মান একই মানের জন্য আউটপুট ১ এবং দুটি ভিন্ন মানের জন্য আউটপুট ০ হয়?
AND
NOR
XNOR
XOR
সঠিক উত্তর: XOR
71. XNOR গেইট তৈরির জন্য XOR গেইটের সাথে যুক্ত করতে হয়-
NOT গেইট
NOR গেইট
AND গেইট
OR গেইট
সঠিক উত্তর: NOT গেইট
72. সাধরণত দুটি বিট একই কিনা তা তুলনা করার জন্য কাজে ব্যবহৃত হয়-
XOR গেইট
XNOR গেইট
AND গেইট
OR গেইট
সঠিক উত্তর: ১৯০৭
73. ৮টি ইনপুটের থেকে এনকোডারের আউটপুট পাওয়া যায়-
১৬টি
০৩টি
০২টি
০৪টি
সঠিক উত্তর: ০৩টি
74. যে ডিজিটাল বর্তনীয় মাধ্যমে আনকোডেড ডেটাকে কোডেড ডেটায় পরিনত করা হয়, তাকে কী বলে?
ডিকোডার
এনকোডার
উভয়ই
কোনটিই নয়
সঠিক উত্তর: এনকোডার
75. কোন গেইটের ইনপুট দুটি অসমান হলে আউটপুট ১ হবে-
XNOR গেইট
AND গেইট
OR গেইট
XOR গেইট
সঠিক উত্তর: ১৯০৭
76. NAND গেইট – হিসেবে কাজ করে –
দুটি AND গেইট
দুটি NOT গেইট
দুটি OR গেইট
একটি AND গেইট
সঠিক উত্তর: দুটি AND গেইট
77. এককোডারের সাহায্যে যেকোন আলফানিউমেরিক বর্ণকে কোন কোডে পরিণত করা যায়?
Binary কোড
BCD কোড
ASCII কোড
সবগুলোই
সঠিক উত্তর: সবগুলোই
78. বাইনারি নিয়মে গুণ করা মানে –
বার বার যোগ করা
বার বার বিয়োগ করা
বার বার গুণ করা
বার বার ভাগ করা
সঠিক উত্তর: বার বার যোগ করা
79. পূরক পদ্ধতিতে যোগের মাধ্যমে করা হয় –
বিয়োগের কাজ
যোগের কাজ
গুণের কাজ
ভাগের কাজ
সঠিক উত্তর: বিয়োগের কাজ
80. যে বর্তনীতে দুটি ইনপুট যোগ করলে ১টি সাম ও ১টি ক্যারি থাকে তাকে বলে –
ফুল অ্যাডার
হাফ অ্যাডার
রেজিস্টার
সঠিক উত্তর: হাফ অ্যাডার
81. যে সমবায় বর্তনীয় সাহায্যে যোগের কাজ করা হয়, তাকে বলে –
ফ্যারাডে
অ্যাডার
অ্যাড
ক্যাড
সঠিক উত্তর: অ্যাডার
82. অ্যাডার কত প্রকার?
দুই প্রকার
তিন প্রকার
চার প্রকার
পাঁচ প্রকার
সঠিক উত্তর: দুই প্রকার
83. বিশেষ রেজিষ্টার কত প্রকার?
দুই প্রকার
তিন প্রকার
আট প্রকার
নয় প্রকার
সঠিক উত্তর: নয় প্রকার
84. ৫টি ফ্লিপ-ফ্লপ দ্বারা গঠিত একটি রিং কাইন্টারের স্টেট থাকে –
৫টি
১০টি
১৬টি
৩২টি
সঠিক উত্তর: ৩২টি
85. রেজিষ্টার হলো এমন একটি সমন্মিত সার্কিট যা গঠিত হয় একগুচ্ছ –
মেমোরি নিয়ে
ফ্লিপ-ফ্লপ ও গেইট নিয়ে
তার দিয়ে
গেইট দিয়ে
সঠিক উত্তর: ফ্লিপ-ফ্লপ ও গেইট নিয়ে
86. ইনপুটের উপর ভিত্তি করে কাউন্টার কত প্রকার?
দুই প্রকার
তিন প্রকার
চার প্রকার
পাঁচ প্রকার
সঠিক উত্তর: দুই প্রকার
87. ডেটা ট্রান্সফারের ভিত্তিতে রেজিষ্টারকে কতভাগে ভাগ করা যায়?
দুই ভাগে
তিন ভাগে
চার ভাগে
পাঁচ ভাগে
সঠিক উত্তর: তিন ভাগে
88. রেজিষ্টারের নতুন তথ্য রাখাকে কী বলে?
Coding
Loading
Booting
Encounting
সঠিক উত্তর: Loading
89. গঠন অনুসারে রেজিষ্টার কত প্রকার?
দুই প্রকার
তিন প্রকার
চার প্রকার
পাঁচ প্রকার
সঠিক উত্তর: দুই প্রকার
90. ১টি কাউন্টারের সবচেয়ে সরল সিকুয়েন্স হলো –
বাইনরি সিকুয়েন্স
প্যারালাল সিকুয়েন্স
অকটাল সিকুয়েন্স
ডেসিমেল সিকুয়েন্স
সঠিক উত্তর: বাইনরি সিকুয়েন্
91. কাউন্টার সর্বাধিক যতগুলো গুণতে পারে, তাকে বলে –
ফ্লিপ ফ্লপ
মডিউলাস
ঘাত
তাওয়ার
সঠিক উত্তর: মডিউলাস
92. যে সমবায় বর্তনীয় সাহায্যে যোগের কাজ করা হয়, তাকে বলে –
ফ্যারাডে
অ্যাডার
অ্যাড
ক্যাড
সঠিক উত্তর: অ্যাডার
93. ইনপুট ক্লক পালসের উপর ভিত্তি করে কাউন্টার কত প্রকার?
দুই প্রকার
তিন প্রকার
চার প্রকার
পাঁচ প্রকার
সঠিক উত্তর: দুই প্রকার
94.অ্যাসিনক্রোনাস কাউন্টার কত প্রকার?
দুই প্রকার
তিন প্রকার
চার প্রকার
পাঁচ প্রকার
সঠিক উত্তর: দুই প্রকার
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনী প্রশ্ন
……………………………………. 95. সংখ্যা পদ্ধতি লিখে প্রকাশ করার জন্য ব্যবহার হয়-
(i) সাংকেতিক চিহ্ন
(ii) মৌলিক চিহ্ন
(iii) রোমান চিহ্ন
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: i ও ii
96. বিভিন্ন ধরনের গণনা পদ্ধতির মধ্যে রয়েছে –
(i) রোমান
(ii)ব্যাবিলিয়ান
(iii) গ্রিক
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: i, ii ও iii
97. একটি সংখ্যায় থাকতে পারে –
(i) পূর্ণাংশ
(ii) ভগ্নাংশ
(iii) র্যাডিক্স পয়েন্ট
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: i, ii ও iii
98. ৪৩৮ সংখ্যাটি হতে পারে –
(i) অকটাল
(ii) ডেসিম্যাল
(iii) হেক্সাডেসিম্যাল
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: ii ও iii
99. একটি সংখ্যার মান বের করার জন্য ডেটার দরকার –
(i) সংখ্যাটিতে ব্যবহৃত অংকগুলোর নিজস্ব মান
(ii) সংখ্যা পদ্ধতির ভিত্তি
(iii) সংখ্যাটিতে ব্যবহৃত অংকগুলোর স্থানীয় মান
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: i, ii ও iii
100. বাইনারি সংখ্যা পদ্ধতি সম্পর্কে ধারণা দেন –
(i) গটফ্রিড লিবনিজ
(ii) জর্জ বুল
(iii) মার্শাল ম্যাক
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: i ও ii
101. ঋনাত্মক সংখ্যার ক্ষেত্রে সংখ্যার মান বোঝানোর জন্য পদ্ধতি অবলম্বন করা হয়-
(i) প্রকৃতমান গঠন
(ii) ১ -এর পরিপূরক গঠন
(iii) ২ -এর পরিপূক গঠন
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: i, ii ও iii
102. NAND গেইটে আউটপুট 1 পেতে হলে ইনপুট দিতে হবে –
(i) A=0, B=1
(ii) A=1, B=0
(iii) A=1, B=1
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: i ও ii
103. সমীকরণগুলো লক্ষ্য কর –
((i) A+AB=A
(ii) A(A+B)=A
(iii) (A+B)(A+C)A+BC
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: i, ii ও iii
104. ৬ দশমিক সংখ্যার মান-
(i) ১ম বিট চিহ্ন বিট
(ii) ৭ বিট হল ডেটা বিট
(iii) ৮ বিট রেজিষ্টারের ধনাত্মক মান ০০০০০১১০
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: i, ii ও iii
105. NOR গেইট দিয়ে তৈরি করা যায় –
(i) AND গেইট
(ii) OR গেইট
(iii) XOR গেইট
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: i ও ii
106. NOR এবং NAND গেইট দুটিকে বলা হয়-
(i) মৌলিক গেইট
(ii) যৌগিক গেইট
(iii) সার্বজনীন গেইট
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: ii ও iii
চতুর্থ অধ্যায়
1. HTML নামক মার্ক আপ ল্যাংঙ্গুয়েজের উপর ভিত্তি করে তৈরিকৃত ডকুমেন্টকে কী বলে?
ওয়েব
ওয়েব পেইজ
পেইজ
ওয়েব সাইট
সঠিক উত্তর: ওয়েব পেইজ
2. ওয়েব পেইজে সাধারণত বিভিন্ন ধরনের-
ডেটা থাকে
ওয়েব সাইট থাকে
বিভিন্ন উপকরন থাকে
তথ্য থাকে
সঠিক উত্তর: তথ্য থাকে
3. ওয়েব পেইজে নিয়ন্ত্রন করা হয়।
টেলিভিশন দ্বারা
মোবাইল দ্বারা
কম্পিউটার দ্বারা
ইন্টারনেট দ্বারা
সঠিক উত্তর: কম্পিউটার দ্বারা
4. ওয়েব সাইট সাধারণত হতে পারে-
স্ট্যাটিক
ডাইনামিক
স্ট্যাটিক ও ডাইনামিক
ল্যাংঙ্গুয়েজ ভিত্তিক
সঠিক উত্তর: স্ট্যাটিক ও ডাইনামিক
5. HTML এর সংস্করণ HTML এর প্রকাশকাল কখন?
জানুয়ারি ২০০৭
জানুয়ারি ২০০৮
ফেব্রুয়ারি ২০০৭
ফেব্রুয়ারি ২০০৮
সঠিক উত্তর: ফেব্রুয়ারি ২০০৮
6. HTTP এর পূর্ণ নাম কী?
Hyper Text Top Protocol
Hyper Technical Transfer Protocol
Hyper Text Top Protocol
Hyper Text Transfer Protocol
সঠিক উত্তর: Hyper Text Transfer Protocol
7. গ্লোবাল হাইপারটেক্স প্রজেক্ট এর প্রস্তাবনা দেন কে?
এরিক বিনা
টিম বার্নাস লি
মার্ক অ্যান্ডারসেন
বিল গেটস
সঠিক উত্তর: টিম বার্নাস লি
8. W3C ওয়াল্ড ওয়াইড কনসোর্টিয়াম কত সালে প্রতিষ্ঠিত হয়।
১৯৮৯ সালে
১৯৯০ সালে
১৯৯৩ সালে
১৯৯৪ সালে
সঠিক উত্তর: ১৯৯৩ সালে
9. ইন্টারনেটে ওয়েব পেইজসমূহ ব্রাউজ করার জন্য যে প্রোটোকল ব্যবহার করা হয় তা কোনটি?
http
ftp
UDP
UCP
সঠিক উত্তর: http
10. Hyper Text Markup Language এর সাহায্যে কী তৈরি করা যায়?
URL
http
TCP/IP
Wab page
সঠিক উত্তর: Wab page
11. HTML মাধ্যমে কোডিং করতে আমরা কী ব্যবহার করব?
নোটপ্যাড
এম এস ওয়ার্ড
টেক্সট এডিট
মাউস প্যান
সঠিক উত্তর: নোটপ্যাড
12. HTML এ ট্যাগ এর বৈশিষ্ট্যকে প্রকাশ করে কোনটি?
Attribute
Program
Value
Align
সঠিক উত্তর: Attribute
13. ওয়েব পেইজ তৈরির জন্য ব্যবহৃত ভাষা কোনটি?
URL
WWW
HTML
HTTP
সঠিক উত্তর: HTML
14. HTML কোন ধরনের ল্যাঙ্গুয়েজ?
সাধারণ
ওয়ার্ড
প্রোগ্রামিং
ওয়েব ডেভেলপমেন্ট
সঠিক উত্তর: ওয়েব ডেভেলপমেন্
15. কোনটি ওয়েব ডেভেলপমেন্ট অ্যাপ্লিকেশন টুল?
ড্রিমওয়েবার
কোরলড্র
HTML
JSP
সঠিক উত্তর: HTML
16. ডাইনামিক ওয়েব পেইজ তৈরিতে ব্যাহৃত সফটওয়্যার কোনটি?
Layout
Syntax
Formatting
Pert
সঠিক উত্তর: Pert
17. ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম কতটি রং বা কালারের নামকে HTML ও CSS এর জন্য তালিকাভূক্ত করেছে।
১০টি
২০টি
৫০টি
১৬টি
সঠিক উত্তর: ১৬টি
18. HTML কী ধরনের ল্যাংঙ্গুয়েজ?
একমূখী
দ্বিমূখী
বহুমূখী
উভমূখী
সঠিক উত্তর: বহুমূখী
19. HTML এর সর্বশেষ ভার্সন নিচের কোনটি?
HTML.3
HTML.4
HTML.5
HTML.6
সঠিক উত্তর: HTML.5
20. HTML এর সর্বশেষ ভার্সন HTML.৫ পরিচিতি লাভ করে কত সালে?
২০০৮ সালে
২০০৯ সালে
২০১০ সালে
২০১১ সালে
সঠিক উত্তর: ২০১০ সালে
21. WWW এর পূর্ণ নাম কী?
World Web Wide
Web World Web
World Wide Web
World Web World
সঠিক উত্তর: World Wide Web
22. WWW কে ইন্টারনেটের কী বলা হয়?
রিজার্ভেশন সিস্টেম
বুলেটিন বোর্ড
বুদ্ধিমত্তা
সৃজনশীল
সঠিক উত্তর: বুলেটিন বোর্ড
23. মোজাইক নামে ব্রাউজার তৈরি হয় কত সালে?
১৯৯০ সালে
১৯৯৩ সালে
১৯৯৪ সালে
১৯৮৯ সালে
সঠিক উত্তর: ১৯৯৩ সালে
24. একটি ওয়েবসাটের সকল বিষয়বস্ত ও উপস্থাপনার কার্যগত অবকাঠামোই-
ওয়েব সাইট
ওয়েব পেইজ
ওয়েব সাইটের কাঠামো
মূল পেইজ
সঠিক উত্তর: ওয়েব সাইটের কাঠামো
25. মূলত হোম পেইজ হচ্ছে-
এক ধরনের বিষয়
এক ধরনের সূচি
মূল বিষয়
কাঠামোর সূচি
সঠিক উত্তর: এক ধরনের সূচি
26. একাধিক স্ট্রাকচার ব্যবহার করে ওয়েব সাইট ডিজাইন করা হয় তাকে কী বলে?
Hierarchical স্ট্রাকচার
Network স্ট্রাকচার
Linear স্ট্রাকচার
Combination স্ট্রাকচার
সঠিক উত্তর: Combination স্ট্রাকচার
27. HTML প্রাথমিক রূপ লাভ করে কখন?
১৯৭০ সালে
১৯৯৫ সালে
১৯৮০ সালে
১৯৯৪ সালে
সঠিক উত্তর: ১৯৭০ সালে
28. সরাসরি ওয়েব সাইট তৈরির জন্য নিচের কোন সফটওয়্যার ব্যবহার করা হয়?
HTML Editor
Macromedia Firework
Macromedia Dreamweaver
Flash
সঠিক উত্তর: Macromedia Dreamweaver
29. নিচের কোন স্ট্রাকচারটি সবচেয়ে জটিল প্রকৃতির?
Tree Structure Site
Web-Linked Structure Site
Sequence Structure Site
Star Structure Site
সঠিক উত্তর: Tree Structure Site
30. ≺h1≻ অর্থ কী?
একটি প্যারাগ্রাফ বর্ণনা করা
একটি হরিজন্টাল রুল বর্ণনা করা
এক লাইন ফাঁকা তৈরি করা
একটি কমান্ড বর্ণনা করা
সঠিক উত্তর: একটি প্যারাগ্রাফ বর্ণনা করা
31. কোড লেখার আগে পরে নির্দিষ্ট কিছু চিএসহ নির্ধারিত কিছু শব্দ ব্যবহার করা হয় এগুলোকে কী বলে?
ট্যাগ
বর্ণ
ফন্ট
হেডিং
সঠিক উত্তর: ট্যাগ
32. HTML লিংকের সিনটেক্সে url এর স্থলে কী দিতে হয়?
পূর্ণ ঠিকানা
বর্ণ
ফন্ট
হেডিং
সঠিক উত্তর: পূর্ণ ঠিকানা
33. ≺tr≻ ট্যাগ হলো-
Table
Tab Row
Table Repeat
Table Row
সঠিক উত্তর: Table Row
34. ১৯৮০ সালে HTML রচনা করেন কে?
টিম লি
রবার্ট টিমলি
টিম বার্নার লি
রবার্ট লি
সঠিক উত্তর: টিম বার্নার লি
35. HTML.5 ভার্সন প্রকাশিত হয় কখন?
১৯৯১ সালে
২০০০ সালে
২০১২ সালে
১৯৯৪ সালে
সঠিক উত্তর: ২০১২ সালে
36. সাধারন ওয়েব পেইজ তৈরির জন্য কী লিখতে হয়?
অল্প কোড
একটি কোড
প্রচুর কোড
দুটি কোড
সঠিক উত্তর: প্রচুর কোড
37. HTML এর নিরাপত্তা ব্যবস্থা কেমন?
দুর্বল
সবল
খুব দুর্বল
খুব সবল
সঠিক উত্তর: খুব দুর্বল
39. HTML এর ট্যাগগুলো কী দ্বারা বেষ্টিত থাকে?
( )
{ }
উপরের কোনটিই নয়
সঠিক উত্তর:
40. ওয়েব পেইজকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার পন্থাকে কী বলে?
Layout
Sintax
Copy
Formatting
সঠিক উত্তর: Formatting
41. নিচের কোনটি Empty ট্যাগ?
≺title/≻
≺Blockquote/≻
≺LI/≻
≺Meta/≻
সঠিক উত্তর: ≺LI/≻
42. HTML এ ডকুমেন্ট টাইটেল থাকে কোন সেকশনে?
Body Section
Paragaph Section
Head Section
Hyperlink Section
সঠিক উত্তর: Head Section
43. একটি ডকুমেন্টের সাথে আরেকটি ডকুমেন্টের সংযোগ স্থাপন করা হয় নিচের কোন ট্যাগ ব্যবহার করে?br>
মেটা ট্যাগ
স্টাইল ট্যাগ
বেস ট্যাগ
লিংক ট্যাগ
সঠিক উত্তর: লিংক ট্যাগ
44. টেবিল তৈরি করার জন্য নিচের কোন ট্যাগটি দিতে হবে?
≺tr/≻
≺table/≻
≺td/≻
≺hr/≻
সঠিক উত্তর: ≺table/≻
45. টেবিলের প্রতিটি কলামের উপরের অংশে তথ্যে শিরোনামকে কী বলে?
টেবিল হেডিং
বডি
কলাম
সারি
সঠিক উত্তর: টেবিল হেডিং
46. টেবিলের সারি ও কলামের সংযোগস্থলকে কী বলে?
সারি
সংযোগস্থল
কলাম
সেল
সঠিক উত্তর: সেল
47. ইমেজ লোড না হলে টেক্সট দেখাবে নিচের কোন অ্যাট্রিবিউট?
img
src
alt
align
সঠিক উত্তর: alt
48. একটি ফ্রোম অপর ফ্রেম কেমন?
আলাদা
ভিন্ন
স্বাধীন
মুক্ত
সঠিক উত্তর: স্বাধীন
49. প্রতিটি ফ্রেম সেট নির্ধারণ করে কোনটি?
একটি সারি
একটি সারি বা কলাম
একটি কলাম
একটি টেবিল
সঠিক উত্তর: একটি সারি বা কলাম
50. HTML ৫ এ লে-আউটকে সাধারণত কয়টি ট্যাগের মাধ্যমে করা হয়?
২টি
৪টি
৩টি
অসংখ্য
সঠিক উত্তর: ২টি
পঞ্চম অধ্যায়
1. কম্পিউটার মানুষের ভাষা কীভাবে বুঝতে পারে?
সরাসরি বুঝতে পারে
আংশিক বুঝতে পারে
কখনো বুঝতে পারে না
যান্ত্রিক ভাষায় রুপান্তরিত হলে বুঝতে পারে
সঠিক উত্তর: যান্ত্রিক ভাষায় রুপান্তরিত হলে বুঝতে পারে
2. কম্পিউটার ও মানুষের ভাষা কোন ধরনের?
এক
এক নয়
একই রকম
প্রায় একই রকম
সঠিক উত্তর: এক নয়
3. প্রোগ্রামের ভিত্তি কোনটি ?
কোডিং
ডিবাগিং
প্রবাহ চিত্র
সুডোকোড
সঠিক উত্তর: কোডিং
4. গঠন বিচারে ও বৈশিষ্ট্য অনুযায়ী প্রোগ্রামের ভাষাকে কয় ভাগে ভাগ করা যায়?
২ ভাগে
৩ ভাগে
৪ ভাগে
৫ ভাগে
সঠিক উত্তর: ৫ ভাগে
5. কম্পিউটার প্রোগ্রামিং ভাষাকে কয়টি ভাগে ভাগ করা হয়?
২ ভাগে
৩ ভাগে
৪ ভাগে
৫ ভাগে
সঠিক উত্তর: ৫ ভাগে
6. দ্বিতীয় প্রজন্মের ভাষা কোনটি?
যান্ত্রিক ভাষা
অ্যাসেম্বলি ভাষা
উচ্চস্তরের ভাষা
নিম্নস্তরের ভাষা
সঠিক উত্তর: অ্যাসেম্বলি ভাষা
7. কিউবেসিক উদ্ভাবন করেছেন কে?
মাইক্রোসপট
অ্যাপেল
আই বি এম
ইনটেল
সঠিক উত্তর: ক) মাইক্রোসপট
8. ইউরোপের বাইরে কোনটি বিস্তার নেই?
ফরট্রেন
কিউবেসিক
এলগল
কেবল
সঠিক উত্তর: এলগল
9. Fortran রূপ কেনটি ?
for termination
formulare translation
formulae transition
formula trends
সঠিক উত্তর: formulare translation
10. কেন কোম্পানি Fortran ভাষা চালু করে?
মাইক্রোসফট
অ্যাপল
আই.বি.এম
ইনটেল
সঠিক উত্তর: আই.বি.এম
11. যান্ত্রিক ভাষার প্রধান উপকরণ নিছের কোনটি?
নিজস্ব ভাষা
অ্যাসেম্বলি ভাষা
মানুষের ভাষা
যন্ত্রে নিজস্ব ভাষা
সঠিক উত্তর: যন্ত্রে নিজস্ব ভাষা
12. কখন মেশিন ভাষা চালু হয়?
১৯৪০সালে
১৯৫০সলে
১৯৪৫সলে
১৯৬০ সালে
সঠিক উত্তর: ১৯৪৫সলে
13. মেষিন ভাষার প্রধান উপকরন নিচের কোনটি ?
০ এবং ১
০ এবং ২
১ এবং ২
২ এবং ৩
সঠিক উত্তর: ০ এবং ১
14. কখন মধ্যম স্তরের ভাষার পকরণ নিচের কেনটি?
১৯৬০ সালে
১৯৫০ সালে
১৯৬৫ সালে
১৯৬০ সালে
সঠিক উত্তর: ১৯৬০ সালে
15. অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রাম কম্পিউটার-
যান্ত্রিক ভাষা বুঝতে পারে
সরাসরি বুঝতে পারে
সরাসরি বুঝতে পারে না
উচ্চস্তরের ভাষা বুঝতে পারে
সঠিক উত্তর:সরাসরি বুঝতে পারে না
16. অ্যাসেম্বলি ভাষাকে কী বলা হয়?
তৃতীয় প্রজন্মর ভাষা
প্রথম প্রজন্মের ভাষা
দ্বিতীয় প্রজন্মের ভাষা
চতুর্থ প্রজন্মের ভাষা
সঠিক উত্তর: গ) দ্বিতীয় প্রজন্মের ভাষা
17. লেবেল, অপকোড, অপারেন্ড ও মন্তব্য এই চারটি অংশ নিয়ে কী গঠিত হয়?
যান্ত্রিক ভাষা
নিম্নস্তরের ভাষা
অ্যাসেম্বলি ভাষা
উচ্চস্তরের ভাষা
সঠিক উত্তর: যান্ত্রিক ভাষা
18. কখন মাধ্যম স্তরের ভাষার প্রচলন শুরু হয়?
১৯৬০ সালে
১৯৪০ সালে
১৯৬৫ সালে
১৯৮০ সালে
সঠিক উত্তর: ১৯৬০ সালে
19. কোন ধরনের কম্পিউটার মধ্যম স্তরের ভাষা ব্যবহার করা যায়?
যেকোন কম্পিউটারে
যেকোন ধরনের কম্পিউটারে
নির্দিষ্ট সংখ্যক কম্পিউটারে
উন্নত মানের কম্পিউটারে
সঠিক উত্তর: খ) যেকোন ধরনের কম্পিউটারে
20. কম্পিউটারের প্রাগাম তৈরির জন্য কী প্রয়োজন হয়?
অল্প মেমরি
সীমিত মেমরী
অধিক মেমরি
অতি অল্প মেমরি
সঠিক উত্তর: অধিক মেমরি
21. কোনটি মধ্যস্তরের ভাষা?
উচ্চস্তর
ওরাকল
তৃতীয় প্রজন্মের
প্রথম প্রজন্ম
সঠিক উত্তর: খ) ওরাকল
22. কোন ভাষায় ব্যবহৃত শব্দ ইংরেজি ভাষার সাথে মিল রয়েছে?
উচ্চস্তরের ভাষা
যান্ত্রিক ভাষা
অ্যাসেম্বলি ভাষা
নিম্নস্তরের ভাষা
সঠিক উত্তর: উচ্চস্তরের ভাষা
23. উচ্চস্তরের ভাষা কত প্রকার?
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
সঠিক উত্তর: ২ প্রকার
24. C++, Visual Basic হলো-
উচ্চস্তরের ভাষা
যান্ত্রিক ভাষা
অ্যাসেম্বলি ভাষা
নিম্নস্তরের ভাষা
সঠিক উত্তর: উচ্চস্তরের ভাষা
25. C প্রোগ্রাম তৈরির সাথে কে জড়িত?
মরিস হিল
ডেনিস রিচ
টিম বার্নসলি
ডগলাস রিচ
সঠিক উত্তর: ডেনিস রিচ
26. C++ প্রোগ্রাম ডেভেলপ করেণ কে ?
team Berneers Lee
Bjarne stroustrup
Bill Gates
Charges Babbes
সঠিক উত্তর: খ) Bjarne stroustrup
27. Oracal সফ্টওয়ারের সাথে কে জড়িত ?
DLS
SDL
LDS
LSD
সঠিক উত্তর: খ) SDL
28. Oracle RDBMS সাধারণত কী নামে পরিচিত?
Oracle JAVA
Oracle
Oracle BASIC
Oracle GATES
সঠিক উত্তর: খ) Oracle
29. Oracle উন্নয়ন করা হয় কত সালে?
১৯৭৭
১৯৮০
১৯৯৫
সঠিক উত্তর: ক) ১৯৭৭
30. ALGOL প্রোগ্রাম উদ্ভাবন তৈরি হয় কত সালে?
১৯৫০ সালে
১৯৬৫ সালে
১৯৯৫ সালে
১৯৯৯ সালে
সঠিক উত্তর: ১৯৯৫ সালে
31. FORTRN তৈরি করা হয়-
১৯৫০ সালে
১৯৬৫ সালে
পঞ্চশ দশকের মাঝামাঝি
ষাট দশকের মাঝামাঝি
সঠিক উত্তর: পঞ্চশ দশকের মাঝামাঝিতে
32. Python প্রোগ্রাম তৈরি করেণ কে?
Guido Van Rossum
Dennis Ritchie
Bjarne Strounstrup
Martin Cooper
সঠিক উত্তর: ক) Guido Van Rossum
33. জাভা ভাষা বাজারজাত করা হয় কত সালে?
১৯৯৬ সালে
২০০০ সালে
১৯৯৫ সালে
১৯৯৯ সালে
সঠিক উত্তর: ক) ১৯৯৬ সালে
34. উচ্চস্তরের ভাষাকে মেশিন ভাষায় রূপান্তরের জন্য কী ব্যবহৃত হয়?
কম্পাইলার
এডিটর
অ্যাসেম্বেলার
ডিবাগার
সঠিক উত্তর: ক) কম্পাইলার
35. কৃত্তিম বুদ্ধিমত্তার সাথে সম্পর্কিত কোন প্রজন্মেও কম্পিউটার ভাষা?
দ্বিতীয়
তৃতীয়
চতুর্থ
পঞ্চম
সঠিক উত্তর: ঘ) পঞ্চম
36. কোন ভাষায় ভিন্ন প্রার ডাটা টাইপের মিশ্রণ খুব সহজেই করা যায়?
মেশিন ভাষায়
অ্যাসেম্বলি ভাষায়
মধ্যস্তরের ভাষায়
উচ্চস্তরের ভাষায়
সঠিক উত্তর: মধ্যস্তরের ভাষায়
37. যে প্রোগ্রাম উৎস প্রোগ্রামকে যান্ত্রিক ভাষায় অনুবাদ করে বস্ত প্রোগ্রামে রূপান্তর করে সে প্রোগ্রামে রূপান্তর করে সে প্রোগ্রামকে কী বলে?
যান্ত্রিক প্রোগ্রাম
অনুবাদক প্রোগ্রাম
অবজেক্ট প্রোগ্রাম
উৎস প্রোগ্রাম
সঠিক উত্তর: অনুবাদক প্রোগ্রাম
38. অনুবাদক প্রোগ্রাম কত প্রকার?
২ প্রকার
৪ প্রকার
৩ প্রকার
৫ প্রকার
সঠিক উত্তর: ৩ প্রকার
39. ইন্টারপ্রেন্টার কোন প্রোগ্রামের অংশ?
অনুবাদক
অ্যাসেম্বলার
কম্পাইলার
উৎস
সঠিক উত্তর: ক) অনুবাদক
40. নিচের কোন অ্যাসেম্বলি ভাষা অনুবাদ করে?
অ্যাসেম্বলার
ইন্টারপ্রেন্টার
কম্পাইলার
উচ্চস্তরের
সঠিক উত্তর: অ্যাসেম্বলার
41. প্রোগ্রামিং ভাষারয় লিখিত নির্দেশক কম্পিউটারের যান্ত্রিক ভাষায় পরিনত করার জন্য নিচের কেনটির দরকার হয়?
অনুবাদরেক
অনুবাদের
ফাংশনের
অ্যরের
সঠিক উত্তর: অনুবাদরেক/
42. নিচের কেনটি অনুবাদক প্রোগ্রাম?
C
Cobol
Pascal
Compiler
সঠিক উত্তর: ঘ) Compiler
43.প্রোগ্রামের ভুলকে কী বলে?
Bug
Dagg
Debugging
Bugging
সঠিক উত্তর: Bug
44. প্রোগ্রামের ভুল ত্রুটি খুজে বের করে ত দূর করাকে কী বলে?
Bug
Dagg
Debugging
Buggin
সঠিক উত্তর: Debugging
45. ৫০ এর স্থানে ০৫ লেখা হলে এ ধরনের ভুলকে প্রোগ্রামের ক্ষেত্রে কী বলা হয়?
যুক্তিগত ভুল
সিনট্যক্র ভুল
ডেটা ভুল
আউটপুট ভুল
সঠিক উত্তর: ডেটা ভুল
46. printf এর স্থানে pintf লেখা হলে প্রোগ্রামের জন্য এধরনের ভুলকে কী বলে?
যুক্তিগত ভুল
সিনট্যক্র ভুল
ডেটা ভুল
আউটপুট ভুল
সঠিক উত্তর: সিনট্যক্র ভুল
47. অ্যালগোরিদম এ গ্রাফিক্যাল উপস্থাপন কেনটি?
সের্স কোড
সুডোকোড
ফ্লোচার্ট
প্রোগ্রামিং
সঠিক উত্তর: গ) ফ্লোচার্ট
48. কম্পাইলার কোন ধরনের প্রোগ্রাম?
প্যাকেচ
অনুবাদক
ডাটাবেজ
স্প্রেডশিট
সঠিক উত্তর: অনুবাদক
49. Pseudo শব্দটি কেন ভাষা থেকে এসেছে?
জার্মান
ইতালিয়ান
গ্রীক
মান্দরিন
সঠিক উত্তর: গ্রীক
50. Pseudo শব্দের অর্থ কী?
দ্বন্দ
মিলন
সত্য
সত্য নয়
সঠিক উত্তর: ঘ) সত্য নয়
51. কোন সংস্থা সকল কাচের ধারাবাহিতা একটি চিত্রের মাধ্যমে প্রকাশ করলে তাকে কী বলে?
গ্রাফ ফ্লোচার্ট
প্রোগ্রাম ফ্লোচার্ট
সিস্টেম ফ্লোচার্ট
অবজেক্ট ফ্লোচার্ট
সঠিক উত্তর: সিস্টেম ফ্লোচার্ট
52. যে চিত্রের মাধ্যমে কোনো সিস্টেম কীভাবে কাজ করবে তার গতিধারা নির্দেশ করা হয় তাকে কী বলে?
প্রবাহ চিত্র
অ্যালগোরিদম
কম্পাইলার
ইন্টারপ্রেটার
সঠিক উত্তর: প্রবাহ চিত্র
53. ফ্লোচার্ট কত প্রকার?
২ প্রকার
৪ প্রকার
৩ প্রকার
৫ প্রকার
সঠিক উত্তর: ২ প্রকার
54. কোন ফ্লোচার্টে সমস্ত কাজ কম্পিউটারে নিয়ন্ত্রন নাও করতে পারে?
ম্যানুযাল
মেশিন
কম্পিউটার
প্রিন্টার
সঠিক উত্তর: কম্পিউটার
55. প্রোগ্রাম অলগোরিদমের পরবর্তী ধাপ কোনটি?
সুডোকোড লেখা
ফ্লোচার্ট অংকন
সমস্যা চিহ্নত করণ
ত্রুটি সংশোধন
সঠিক উত্তর: ফ্লোচার্ট অংকন
56. প্রবাহ চিত্র কী?
ধারাবাহিক প্রোগ্রামের নির্বাহি চিত্র
প্রোগ্রামের উন্নয়ন চিত্র
প্রোগ্রামের চিত্র
প্রোগ্রামের অংশের চিত্র
সঠিক উত্তর: প্রোগ্রামের অংশের চিত্র
57. কিসের সাহায়্যে জচিল প্রক্রিয়া সহজভাবে উপস্থাজন করা যায়?
ফ্লোচার্ট
অ্যালগোরিদম
কম্পাইলার
ইন্টারপ্রেটার
সঠিক উত্তর: ফ্লোচার্ট
58. স্ট্রাকচার্ড প্রোগ্রামিং এ গঠন কয় ধরনের?
২ ধরনের
৪ ধরনের
৩ ধরনের
৫ ধরনের
সঠিক উত্তর: ৪ ধরনের
59. ভিজুয়াল প্রোগ্রামিং এর ভিত্তি কোনটি?
GUI ভিত্তিক
বর্ণভিত্তিক
কী-কোড
টেক্রটভিত্তিক
সঠিক উত্তর: GUI ভিত্তিক
60. কোন ধরনের কমান্ডের সাহায্যে চালিত প্রোগ্রামকে অবজেক্ট ওরিয়েন্টে প্রোগ্রাম বলে?
টেক্রটভিত্তিক
বর্ণভিত্তিক
অবজেক্ট ভিত্তিক
কী-কোড ভিত্তিক
সঠিক উত্তর: অবজেক্ট ভিত্তিক
61. অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর বৈশিষ্ট কয়টি?
৩টি
২টি
৪টি
৫টি
সঠিক উত্তর: ৩টি
62. নিচের কেনটি প্রাগ্রামিং ভাষা?
বাংলা
আরবি
ফরাসি
সি
সঠিক উত্তর: সি
63. সি প্রোগ্রামিং এ ক্যারেক্টার কত ভাগে ভাগ করা যায়?
২ ভাগে
৪ ভাগে
৩ ভাগে
৫ ভাগে
সঠিক উত্তর: ৪ ভাগে
64. বিশেষ ধরনের ক্যারেক্টার কোনটি?
‘’
++
∗∗
সঠিক উত্তর:
65. বিল্ড ইন ডেটা কত ধরনের?
২ ধরনের
৪ ধরনের
৩ ধরনের
৫ ধরনের
সঠিক উত্তর: খ) ৪ ধরনের
66. কাস্টম ডিফাইন্ড ডেটা কত প্রকার?
১০ প্রকার
৯ প্রকার
৬ প্রকার
৪ প্রকার
সঠিক উত্তর: ৪ প্রকার
67. নিচের কোনটি কাস্টম ডিফাইন্ট ডেটা?
স্ট্রাকচার
ইউনিয়ন
এনিউমিরেশন
বেজ টাইট
সঠিক উত্তর: স্ট্রাকচার
ষষ্ট অধ্যায়
1. ডাটা শব্দের বহুবচন কোনটি?
ডাটাজ
কালেকশন অব ডাটা
ডাটাম
ডাটাজেস
সঠিক উত্তর: ডাটাম
2. একটি ডাটাবেজ হলো কোনো কম্পিউটার সিস্টেমে সঞ্চিত উপাত্ত বা রেকর্ডসমূহের একটি —-?
কাঠামোবদ্ধ সংগ্রহ
মানসিক বিষয়সমূহ
অবকাঠামো
মানসিক অবকাঠামো
সঠিক উত্তর: কাঠামোবদ্ধ সংগ্রহ
3. ডেটাবেজকে আমরা কী বলতে পারি?
সিদ্ধান্তের বিষয়
পরিকল্পনার পাথেয়
নিয়ন্ত্রনের অবকাঠামো
তথ্যভান্ডার
সঠিক উত্তর: তথ্যভান্ডার
4. প্রতিটি ডেটাবেজ মূলত কী দ্বারা গঠিত হয়?
ক . উলম্ব ও আনুভূমিক
ধারনা
অবকাঠামো
সারি ও কলাম
সঠিক উত্তর: সারি ও কলাম
5. প্রতিটি কলামের একটি কী থাকে?
পিতৃ পরিচয়
শিরোনাম বা হোল্ডিং
বিষয় ভিত্তিক পরিচয়
সুন্দর চিত্র
সঠিক উত্তর: শিরোনাম বা হোল্ডিং
6. ডেটাবেজকে নিয়ন্ত্রন করায় ব্যবহৃত হয়?
ক .DBMS
BDMS
BMBS
SMBS
সঠিক উত্তর: ক . DBMS
7. যেসকল ডেটাকেজ পরস্পরসম্পর্ক যুক্ত কয়েকটি ফাইল নিয়ে গঠিত সে সকল ডেটাবেজ কে কী বলে?
সম্পর্ক যুক্ত ডেটাবেজ
নিরিক্ষিত ডেটাবেজ
গুচ্ছ ডেটাবেজ
অনিয়ন্ত্রিত ডাটাবেজ
সঠিক উত্তর: সম্পর্ক যুক্ত ডেটাবেজ
8. কে RDBMS বা রিলেশনাল ডাটাবেজ ম্যনেজমেন্ট সিস্টেমের প্রবর্তক করেন?
ইডগার কড
মার্গারেট থ্যাচার
মর্টিন লুথার
বিল গেটস্
সঠিক উত্তর: ইডগার কড
9. MIS কথাটির পুর নাম কি?
ম্যানেজমেন্ট ইনপরমেসন সিস্টেম
ম্যানেজমেন্ট ইন্টেলিজেন্ট সফটওয়ার
মর্ডান ইনফরমেশন সিস্টেম
ম্যানুয়্যাল ইন্টিলিজেন্ট সফটওয়্যার
সঠিক উত্তর: ম্যানেজমেন্ট ইনপরমেসন সিস্টেম
10. দ্রুত কার্যকর ব্যবস্থা কে কী বলে কুয়েরি?
ক . সার্চ
কুয়েরি
আইডেন্টিফাই
কালেক্ট
সঠিক উত্তর: কুয়েরি
11. ডেটাটেবিলের ফিল্ড ও রেকর্ডের ওপর ভিওি করে যে কুয়েরি তৈরি করা হয় তাকে কী বলে?
ক . গেট কুয়েরি
সিলেক্ট কুয়েরি
বিল্ট কুয়েরি
ডিফাইন দ্যা সিস্টেম
সঠিক উত্তর: সিলেক্ট কুয়েরি
12. কোন ডাইলগ বক্রের বিভিন্ন তথ্য পূরন করে যে কুয়েরি করা হয় তাকে কী বলে?
Parameter Query
Crosstab Query
Unmatched
Query Action Query
সঠিক উত্তর: Parameter Query
13. ডেটাবেজর বিভিন্ন কার্য সম্পাদনের জন্য কী ব্যবহার করা হয়?
SQL
QSL
ORACLE
POXPRO
সঠিক উত্তর: SQL
14. কে SQL তৈরি করে?
Bjarne stroustup
Adam Smith
San Jose Research Centre
Dennis Ritphie
সঠিক উত্তর: San Jose Research Centre
15. নিউমেরিক্যাল এক্সপ্রেশন তৈরি করতে কোন অপারেট ব্যবহৃত হয়?
Comparison
Logical
Arithmation
POXPRO
সঠিক উত্তর: Arithmation
16. সংরক্ষিত ডেটাবেজ টেবিলে ডেটার বিভিন্ন উপাত্তকে সংক্ষিপ্ত আকারে উপস্থাপনের জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় তাকে কী বলে?
ইনডেক্রিং
সটিং
কুয়েরি
ইনকুয়েরি
সঠিক উত্তর: কুয়েরি
17. সুবিন্যাস্তভাবে সঠিক নিয়ম তথ্য সমূহের সূচি তৈরিকে কী বলে?
ইনডেক্সিং
সটিং
কুয়েরি
ইনকুয়েরি
সঠিক উত্তর: ইনডেক্সিং
18. যখন একটি মাত্র সম্পর্কের ভিতিতে ডেটাবেজ তৈরি করা হয় তাকে বলে?
বাইনারি রিলেশনশিপ
খ . ইউনারি রিলেশনশিপ
টাইনারি রিলেশনশিপ
অটো রিলেশনশিপ
সঠিক উত্তর: খ . ইউনারি রিলেশনশিপ
19. পরিচয়হীন লেনদেন ডেটার ব্যবহার বন্ধ করা প্রয়োজন কেন?
ডেটা সিকিউরিটির
ডেটা মডিফিকেশন
টারনারি রিলেশনশিপ
অটো আপডেট
সঠিক উত্তর: ডেটা সিকিউরিটির
20. ডেটার গোপনীয়তা রক্ষা করার জন্য কী করা হয়?
এনক্রিপশন অ্যালগরিদ
সাইফারটেক্রট
ডেটা এনক্রিপ্ট
পেইন টেক্রট
সঠিক উত্তর: ডেটা এনক্রিপ্ট
21. পাবলিক কী এনক্রিপশন কয় প্রকার?
৩ প্রকার
কী বোর্ড এর সকল বোতম
২ প্রকার
৫ প্রকার
সঠিক উত্তর: ৩ প্রকার
22. কোনটি ডেটাবেজ পোগ্রামের বহির্ভত?
ডি বেজ
ওরাকল
এ্যাক্সেস
ওয়ার্ড
সঠিক উত্তর: ওয়ার্ড
23. রিলেসনশিপের ডিগ্রি কত প্রকার?
২প্রকার
৩প্রকার
৪প্রকার
৫প্রকার
সঠিক উত্তর: বিট
24. কোন কারনে সর্ট ধীর গতি সম্পন্ন?
ইনডেক্রিং আউটপুটের চেয়ে বেশি মেমরি
সটিং আউটপুটের চেয়ে বেশি মেমরি
কুয়েরি রান করতে বেশী মেমরি প্রয়োজন
ডেটা সর্ট করার প্রয়োজন হয় না
সঠিক উত্তর: সটিং আউটপুটের চেয়ে বেশি মেমরি
25. এনক্রিপশন বর্তমানে কত প্রকার?
২প্রকার
৩প্রকার
৪প্রকার
৫প্রকার
সঠিক উত্তর: ৩প্রকার
26. DBMS এর পূর্ন নাম কী?
Database management software
Data management System
Database management System
Database Mathematical System
সঠিক উত্তর: Database management System
27. কোনটি চিত্র ভিত্তিক ডেটাবেজ সফটওয়ার?
Oracle
Ms-Assess
Ms-word
Power Point
সঠিক উত্তর: Ms-Assess
28. মাইক্রো কম্পিউটারের আর্দশ ডেটাবেজ সফটওয়ার-
MS-Assess
Oracle
Delphi
MS-Excel
সঠিক উত্তর: MS-Assess
29. নিচের কোনটি ডেটাবেজ প্রোগ্রাম?
Oracle
MS-Assess
MS-word
Power Point
সঠিক উত্তর: Oracle
30. SQL এর পূর্ন নাম কী?
Structure query life
Student query language
Structured query language
Student Query language
সঠিক উত্তর: Structured query language
31. SQL হলো-
দুর্বল ল্যাংগুয়েজ
শক্তিশালী ল্যাংগুয়েজ
DDL
DLD
সঠিক উত্তর: DDL
32. SQL এর মূল সংগঠন কয়টি অংশ নিয়ে গঠিত ?
২টি
৩টি
৪টি
৫টি
সঠিক উত্তর: ৪টি
33. ডেটাবেজকে আমরা কী বলতে পারি?
সিদ্ধান্তের বিষয়
পরিকল্পনার পাথেয়
নিয়ন্ত্রনের অবকাঠামো
তথ্য ভান্ডার
সঠিক উত্তর: ঘ) তথ্য ভান্ডার
34. প্রতিটি ডেটাবেজ মূলত কী দ্বারা গঠিত হয়?
উলম্ব ও আনুমানিক
ধারনা
অবকাঠামো
সারি ও কলাম
সঠিক উত্তর: সারি ও কলাম
35. প্রতিটি কলামের একটি কী থাকে?
পিতৃ পরিচয়
শিরোনাম বা হোল্ডিং
বিষয় ভিত্তিক পরিচয়
সুন্দরচিত্র
সঠিক উত্তর: শিরোনাম বা হোল্ডিং
36. ডেটাবেজকে নিয়ন্ত্রন করার জন্য কী ব্যবহার করা হয়?
DBMS
BDMS
DMBS
SMBS
সঠিক উত্তর: DBMS
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন